Bangla NewsPhoto gallery Jamaican track and field athlete 35 years old Shelly Ann Fraser Pryce Wins 5th World 100m Title
Shelly-Ann Fraser-Pryce: বয়সও হার মানছে ৩৫-এর শেলি অ্যান ফ্রেজ়ার প্রাইসের কাছে
বয়স যে শুধু মাত্র একটা সংখ্যা তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিরা প্রমাণ করেছেন। ৪০-এর কাছাকাছি পৌঁছেও এত ফিট তাঁরা, যে তাদেঁর নিয়ে রীতিমতো চর্চাও হয়। তবে জামাইকান তারকা স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেজ়ার প্রাইসও সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বয়স তাঁর কাছে কোনও বাধাই নয়। বছর চারেকের ছেলে জেয়নও যে ৩৫-এর শেলির শক্তি, বিশ্বমঞ্চে আরও একবার তিনি প্রমাণ করলেন। ওরিগনে চলা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে এই নিয়ে সোনা জিতলেন জামাইকান স্প্রিন্টার।