200 টাকার কম খরচে Jio, Airtel, Vi নাকি BSNL, কার প্ল্যান সেরা?

Jio vs Airtel vs Vi vs BSNL: 200 টাকার কম খরচে রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং সরকারি বিএসএনএলের মধ্যে কার প্ল্যান সেরা, দেখে নিন। তথ্য আমাদের, তুলনা করে সেরা প্ল্যান বেছে নেওয়ার দায়িত্ব আপনার।

| Edited By: | Updated on: Jan 16, 2023 | 7:42 PM
Jio, Airtel, Vi, এমনকি সরকারি BSNL-এর ঝুলিতেও এমন অনেক রিচার্জ প্ল্যান রয়েছে, যেগুলির খরচ খুবই কম, তবে সেই সব প্ল্যানে ডেটা থেকে শুরু করে কলিং, SMS-এর মতো একাধিক অফার পেয়ে যান ব্যবহারকারীরা। আপনি যদি এমন কোনও প্ল্যানের খোঁজ করেন, তাহলে এই সব সংস্থার কাছ থেকেই 200 টাকারও কমে চমৎকার অফার পেয়ে যাবেন।

Jio, Airtel, Vi, এমনকি সরকারি BSNL-এর ঝুলিতেও এমন অনেক রিচার্জ প্ল্যান রয়েছে, যেগুলির খরচ খুবই কম, তবে সেই সব প্ল্যানে ডেটা থেকে শুরু করে কলিং, SMS-এর মতো একাধিক অফার পেয়ে যান ব্যবহারকারীরা। আপনি যদি এমন কোনও প্ল্যানের খোঁজ করেন, তাহলে এই সব সংস্থার কাছ থেকেই 200 টাকারও কমে চমৎকার অফার পেয়ে যাবেন।

1 / 6
অফারের দিক থেকে এই সব রিচার্জ প্ল্যানের বেশিরভাগেই আপনি পেয়ে যাবেন 2GB-র কাছাকাছি ডেটা। প্ল্যানগুলির বৈধতা প্রায় এক মাসের কাছাকাছি বা তার সামান্য কম। এখন 200 টাকার কম খরচে  Jio, Airtel, Vi এবং BSNL-এর কাছে কী-কী প্ল্যান রয়েছে, সেগুলিতে কী-কী অফার রয়েছে সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

অফারের দিক থেকে এই সব রিচার্জ প্ল্যানের বেশিরভাগেই আপনি পেয়ে যাবেন 2GB-র কাছাকাছি ডেটা। প্ল্যানগুলির বৈধতা প্রায় এক মাসের কাছাকাছি বা তার সামান্য কম। এখন 200 টাকার কম খরচে Jio, Airtel, Vi এবং BSNL-এর কাছে কী-কী প্ল্যান রয়েছে, সেগুলিতে কী-কী অফার রয়েছে সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

2 / 6
Airtel 199 টাকার প্ল্যান: এই Airtel প্ল্যানটি 30 দিনের জন্য বৈধ। ব্যবহারকারীরা এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। প্ল্যানটিতে 3GB ডেটা এবং 300টি SMS-এর সুবিধাও পেয়ে যাবেন কাস্টমাররা। এছাড়াও বিনামূল্যে হ্যালোটিউন এবং উইঙ্ক মিউজ়িকের অ্যাক্সেসও দেওয়া হবে কাস্টমারদের।

Airtel 199 টাকার প্ল্যান: এই Airtel প্ল্যানটি 30 দিনের জন্য বৈধ। ব্যবহারকারীরা এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। প্ল্যানটিতে 3GB ডেটা এবং 300টি SMS-এর সুবিধাও পেয়ে যাবেন কাস্টমাররা। এছাড়াও বিনামূল্যে হ্যালোটিউন এবং উইঙ্ক মিউজ়িকের অ্যাক্সেসও দেওয়া হবে কাস্টমারদের।

3 / 6
Jio 199 টাকার প্ল্যান: জিও-র এই প্ল্যানটি আবার 23 দিনের জন্য বৈধ। প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিদিন 1.5GB করে ডেটা পেয়ে যাবেন। সমগ্র ভ্যালিডিটি পিরিওড পর্যন্ত মোট 34.5GB ডেটা ব্যবহার করা যাবে। পাশাপাশি অন্যান্য সব নেটওয়ার্কে কল করার জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধাও মিলবে। রয়েছে 100 SMS পাঠানোর সুযোগ। সমস্ত Jio Apps-এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।

Jio 199 টাকার প্ল্যান: জিও-র এই প্ল্যানটি আবার 23 দিনের জন্য বৈধ। প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিদিন 1.5GB করে ডেটা পেয়ে যাবেন। সমগ্র ভ্যালিডিটি পিরিওড পর্যন্ত মোট 34.5GB ডেটা ব্যবহার করা যাবে। পাশাপাশি অন্যান্য সব নেটওয়ার্কে কল করার জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধাও মিলবে। রয়েছে 100 SMS পাঠানোর সুযোগ। সমস্ত Jio Apps-এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।

4 / 6
Vi 199 টাকার প্ল্যান: ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানটি 18 দিনের জন্য বৈধ। প্ল্যানটিতে প্রতিদিন 1GB করে ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা। অ্যাপ থেকে রিচার্জ করলে পেয়ে যাবেন অতিরিক্ত 2GB ডেটা। এছাড়াও এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS-ও পাঠাতে পারবেন কাস্টমাররা। পাশাপাশি Vi Movies & TV বেসিক অ্যাক্সেস দেওয়া হবে কাস্টমারদের।

Vi 199 টাকার প্ল্যান: ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানটি 18 দিনের জন্য বৈধ। প্ল্যানটিতে প্রতিদিন 1GB করে ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা। অ্যাপ থেকে রিচার্জ করলে পেয়ে যাবেন অতিরিক্ত 2GB ডেটা। এছাড়াও এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS-ও পাঠাতে পারবেন কাস্টমাররা। পাশাপাশি Vi Movies & TV বেসিক অ্যাক্সেস দেওয়া হবে কাস্টমারদের।

5 / 6
BSNL 199 টাকার প্ল্যান: এই BSNL প্ল্যানটি 30 দিনের জন্য বৈধ। আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হয় এই প্ল্যানে। ব্যবহারকারীরা প্রতিদিন 2GB করে ডেটা পেয়ে যাবেন। এছাড়াও থাকছে প্রতি মাসে মোট 100 SMS পাঠানোর সুবিধা।

BSNL 199 টাকার প্ল্যান: এই BSNL প্ল্যানটি 30 দিনের জন্য বৈধ। আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হয় এই প্ল্যানে। ব্যবহারকারীরা প্রতিদিন 2GB করে ডেটা পেয়ে যাবেন। এছাড়াও থাকছে প্রতি মাসে মোট 100 SMS পাঠানোর সুবিধা।

6 / 6
Follow Us: