Ashes Series: অ্যাডিলেডে গোলাপি বল টেস্টে জস বাটলারের অবিশ্বাস্য ক্যাচ, দেখুন ছবিতে
অ্যাডিলেডে (Adelaide) চলছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের (Australia vs England) গোলাপি বল টেস্ট (Pink Ball Test)। অ্যাসেজ সিরিজের (Ashes Series) দ্বিতীয় টেস্টে এক অবিশ্বাস্য ক্যাচ নিলেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার (Jos Buttler)। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস চলাকালীন ৭.৩ ওভারে স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) বলে মার্কাস হ্যারিসের দুর্দান্ত ক্যাচ নিলেন বাটলার। উড়ে গিয়ে এক হাতে বাটলারের অবিশ্বাস্য ক্যাচের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল। মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন অজি ওপেনার হ্যারিস।