India Tour of South Africa: প্রোটিয়া সফরে পাড়ি দিলেন রাহানে-সিরাজ-বুমরারা
দক্ষিণ আফ্রিকা (South Africa) পাড়ি দিল বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India)। বক্সিং ডে টেস্ট (Boxing Day Test) দিয়ে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকার ৩ ম্যাচের টেস্ট সিরিজ। ওমিক্রণ আতঙ্কের মধ্যেই নেলসন ম্যান্ডেলার দেশে রওনা দিলেন পূজারা-সিরাজরা। বিসিসিআইয়ের টুইটারে ভারতীয় দলের বিমানসফরের ছবি পোস্ট করা হয়েছে। দেখে নিন বুমরা-রাহানেদের দক্ষিণ আফ্রিকা যাত্রার ছবি...