কথায় বলে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। আর তার প্রকৃত উদাহরণ হলেন মানাসা। হায়দরাবাদের মেয়ে মানাসা বারাণসী, ৭০ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ( Miss World 2021 Pageant) ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন মানাসী। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করে এখন ফিনান্সিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ অ্যানালিস্ট হিসেবে কর্মরত মানাসী। কিন্তু পাশাপাশি বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন তিনি। ঝুলিতে তাঁর একাধিক খেতাব। ২০২০ সালে মিস ইন্ডিয়ার খেতাব জেতেন তিনি। এবছরই ফেব্রুয়ারি মাসে হয় সেই প্রতিযোগিতা। মিস ইন্ডিয়া ওর্য়াল্ডের খেতাব জেতার পরই তিনি সুযোগ পান এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার।
মানাসা ভালবাসেন বিশ্বের আর্থিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে। সেই সঙ্গে বরাবরই খুব শান্ত স্বভাবের মেয়ে তিনি। ভারতনাট্যম এবং সঙ্গীত- এই দুই শিল্পেই তিনি সমান দক্ষ। মানাসার জীবনকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন তাঁর মা, ঠাকুমা ও তাঁর ছোট বোন। এই তিন মহিলা ছাড়াও মানাসার জীবনকে অনুপ্রাণিত করেন প্রিয়াঙ্কা চোপড়া, যিনি নিজেও ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন।
বরাবরই প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে খুবই পছন্দ তাঁর। প্রিয়াঙ্কার মতো করে সর্বত্র তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, চান নিজের মত করে জীবনকে বেছে নিতে।
এবছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে সান জুয়ানের কোলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল অ্যাগ্রেলেটে। ১৬ ডিসেম্বর হবে এই অনুষ্ঠান।
তেলঙ্গানা সরকারের সঙ্গে নারী ও শিশুকল্যাণ মূলক বেশ কিছু প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন মানাসা। ‘Beauty With A Purpose’ project (BWAP), -এই প্রকল্পের মাধ্যমেই তিনি কাজ করেন তাঁর রাজ্যের অনগ্রসর মহিলাদের নিয়ে।
আর এই প্রকল্পের মাধ্যমেই তিনি সরকারের কাছে দাবি তোলেন নারী ও শিশু সুরক্ষার।
এছাড়াও স্থানীয় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত। পিছিয়ে পড়া শিশুদের নিয়মিত অংক এবং ইংরেজি পড়ান তিনি।