Bangla News » Photo gallery » Jos Buttler's England team's celebration with Family after winning T20 World Cup 2022 goes viral and Buttler asks Moeen Ali and Adil Rashid to step aside before champagne celebration
T20 World Cup 2022: বাটলারদের জয়ের সেলিব্রেশনে সামিল তাঁদের বাড়ির খুদে সদস্যরাও
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Nov 14, 2022 | 2:03 PM
মেলবোর্নে বাবর আজমের পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে জস বাটলারের ইংল্যান্ড। ২০১০ সালের পর দ্বিতীয় বার টি২০ বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। চ্যাম্পিয়ন হওয়ার পর বাটলার-স্টোকসদের সেলিব্রেশন ছিল দেখার মতো। তাঁদের সেলিব্রেশনে সামিল হয়েছিল তাঁদের বাড়ির খুদে সদস্যরাও। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই সব ছবি।
Nov 14, 2022 | 2:03 PM
মেলবোর্নে বাবর আজমের পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে জস বাটলারের ইংল্যান্ড। ২০১০ সালের পর দ্বিতীয় বার টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) জিতল ইংল্যান্ড। চ্যাম্পিয়ন হওয়ার পর বাটলার-স্টোকসদের সেলিব্রেশন ছিল দেখার মতো। (ছবি-পিটিআই)
1 / 6
জস বাটলার, ডেভিড উইলিদের চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনে সামিল হয়েছিল তাঁদের বাড়ির খুদে সদস্যরাও। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই সব ছবি। (ছবি-পিটিআই)
2 / 6
আইসিসি টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে ক্যাপ্টেন্সি সামলে, এই প্রথম বার দলকে এত বড় জয় এনে দিলেন জস বাটলার। এই জয়ের দিনে বাটলার সেলিব্রেশনের সময় পাশে পেয়েছিলেন তাঁর পরিবারের সদস্যদের। (ছবি-টুইটার)
3 / 6
ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভিড উইলি তাঁর দুই মেয়েকে কাছে টেনে নেন। দলের প্লেয়ারদের সঙ্গে ওই দুই খুদেও সামিল হয় টি২০ বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনে। (ছবি-টুইটার)
4 / 6
বর্তমানে দুটি বিশ্বকাপই রয়েছে ইংল্যান্ডের ঝুলিতে। লর্ডসে ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে একদিনের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। আর এ বার মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জিতল ইংলিশ ব্রিগেড। (ছবি-পিটিআই)
5 / 6
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের সতীর্থদের প্রতি আচরণ নেটিজ়েনদের নজর কেড়েছে। ট্রফি নিয়ে ফটোসেশনের পর, শ্যাম্পেন নিয়ে সেলিব্রেশন শুরু হওয়ার আগে বাটবার আদিল রশিদ ও মইন আলিকে ইশারা করে সেখান থেকে সরে যাওয়ার কথা বলেন। আদিল ও মইন মুসলিম ধর্মাবলম্বী হওয়ায়, তাঁরা মদ্যপান থেকে দূরে থাকেন। (ছবি-টুইটার)