Julian Alvarez: আলভারেজের ‘মারাদোনা’ গোল, মনে করালেন ফুটবল রাজপুত্রকে

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের ৩৯ মিনিটে অবিশ্বাস্য গোল আর্জেন্টিনার ২২ বছরের তরুণ জুলিয়ান আলভারেজের। গোলটি দেখে অনেকের দিয়োগো মারাদোনার কথা মনে পড়ে গিয়েছে।

| Edited By: | Updated on: Dec 14, 2022 | 5:01 PM
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের ৩৯ মিনিটে অবিশ্বাস্য গোল আর্জেন্টিনার ২২ বছরের তরুণ জুলিয়ান আলভারেজের। গোলটি দেখে অনেকের দিয়োগো মারাদোনার কথা মনে পড়ে গিয়েছে। (ছবি:টুইটার)

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের ৩৯ মিনিটে অবিশ্বাস্য গোল আর্জেন্টিনার ২২ বছরের তরুণ জুলিয়ান আলভারেজের। গোলটি দেখে অনেকের দিয়োগো মারাদোনার কথা মনে পড়ে গিয়েছে। (ছবি:টুইটার)

1 / 6
স্ট্রাইকার হিসেবে জুলিয়ান আলভারেজকে রাখাই যায়। বিশ্বকাপে সাত ম্যাচে ৪ গোল। আর্জেন্টিনার চ্য়াম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ছবি: টুইটার

স্ট্রাইকার হিসেবে জুলিয়ান আলভারেজকে রাখাই যায়। বিশ্বকাপে সাত ম্যাচে ৪ গোল। আর্জেন্টিনার চ্য়াম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ছবি: টুইটার

2 / 6
২২ বছরের তরুণের ওই গোলের মধ্যে ১৯৮৬ সালের বিশ্বকাপে মারাদোনার গোলের ছায়া দেখছেন অনেকে। নেটিজেনরা বলেছেন, আলভারেজে ভর করেছিল মারাদোনা। কেউ বলছেন, এটা আলভারেজের 'মারাদোনা' গোল। (ছবি:টুইটার)

২২ বছরের তরুণের ওই গোলের মধ্যে ১৯৮৬ সালের বিশ্বকাপে মারাদোনার গোলের ছায়া দেখছেন অনেকে। নেটিজেনরা বলেছেন, আলভারেজে ভর করেছিল মারাদোনা। কেউ বলছেন, এটা আলভারেজের 'মারাদোনা' গোল। (ছবি:টুইটার)

3 / 6
নিজেদের সীমানায় পাওয়া বল নিয়ে দৌড়োতে শুরু করেছিলেন আলভারেজ। ধাওয়া করেন তিন ক্রোট ডিফেন্ডার। তাদেরকে কাটিয়ে গোল। ক্রোয়েশিয়ার মতো বল দখলে রাখা দলের বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচে আলভারেজের গোল চমকে দিয়েছে ফুটবল বিশ্বকে।(ছবি:টুইটার)

নিজেদের সীমানায় পাওয়া বল নিয়ে দৌড়োতে শুরু করেছিলেন আলভারেজ। ধাওয়া করেন তিন ক্রোট ডিফেন্ডার। তাদেরকে কাটিয়ে গোল। ক্রোয়েশিয়ার মতো বল দখলে রাখা দলের বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচে আলভারেজের গোল চমকে দিয়েছে ফুটবল বিশ্বকে।(ছবি:টুইটার)

4 / 6
কেউ কেউ একধাপ এগিয়ে ১৯৮৬ সালে মারাদোনার সেই বিখ্যাত গোলের থেকেও এগিয়ে রেখেছেন আলভারেজকে। যদিও অনেকের তা বাড়াবাড়িও মনে হয়েছে। (ছবি:টুইটার)

কেউ কেউ একধাপ এগিয়ে ১৯৮৬ সালে মারাদোনার সেই বিখ্যাত গোলের থেকেও এগিয়ে রেখেছেন আলভারেজকে। যদিও অনেকের তা বাড়াবাড়িও মনে হয়েছে। (ছবি:টুইটার)

5 / 6
ম্যাচে একটি গোল মেসির। দুটি আলভারেজের। মেসি ও আলভারেজের যুগলবন্দিতে কাতার বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা। (ছবি:টুইটার)

ম্যাচে একটি গোল মেসির। দুটি আলভারেজের। মেসি ও আলভারেজের যুগলবন্দিতে কাতার বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা। (ছবি:টুইটার)

6 / 6
Follow Us: