TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 05, 2022 | 3:28 PM
কাজল বরাবরই সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। প্রথম থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি খুব কম। তবে মেয়ে নাইসা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পাল্টে গিয়েছে সবটাই। এখন সেই নিজে হাতে মাকে সোশ্যাল মিডিয়া মুখো করতে মরিয়া।
এখন কাজলের সোশ্যাল মিডিয়ার বিষয় সবটাই দেখে রাখে নাইসা। সেই ছবি স্থির করে, ক্যাপশন দেয়, সন্তান বড় হলে ছোট ছোট দায়িত্ব এভাবেই ভাগ করে নেয়। একাধিকবার সাক্ষাৎকারে কাজল নিজেই জানিয়ে ছিলেন সেই কথা।
তবে এবার কাজলের পাশে আর থাকতে চায় না নাইসা। অর্থাৎ বর্তমানে কাজলের সোশ্যাল মিডিয়া প্রোফাইল আর দেখেন না নাইসা। কারণ খোলসা করলেন কাজল নিজেই। জানিয়ে দিলেন কেন তাঁর মেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
না, মায়ের পাশ থেকে সরে দাঁড়ানোর মতো কিছুই ঘটেনি। তবে তাঁর ক্যাপশন নিয়ে বেশ কিছু মন্তব্য রয়েছে। যা অধিকাংশ সময়ই কাজলের সঙ্গে মেলে না। সেই কারণেই নাইসা জানান, একমাত্র অভিনেত্রী স্থির করতে পারেন, যে তাঁর ক্যাপশন কি হবে।
সেই কারণেই নাইসা স্থির করেন যে তিনি মায়ের সোশ্যাল মিডিয়ার পাতা তিনি আর দেখবেন না। বরং তাঁর মায়ের ওপরই ছেড়ে দিয়েছেন সমস্ত দায়িত্ব। কাজলের কথায় এবার থেকে সমস্ত পোস্ট ক্যাপশন তিনিই করবেন।