Bangla News Photo gallery Kanchanjunga Express Train Accident: Goods Train Collided with Kanchanjunga Express, Casualities Reported, Several Injured, See Grond Zero Pictures of Accident
Kanchanjunga Express Train Accident: শূন্যে ঝুলছে পার্সেল ভ্যান, কামরা থেকে ভেসে আসছে আর্তনাদ, দেখুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার বীভৎসতা
ঈপ্সা চ্যাটার্জী |
Jun 17, 2024 | 11:48 AM
Kanchanjunga Express Train Accident: রেলের তরফে জানানো হয়েছে, সিগন্যালিংয়ের সমস্যার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে।
1 / 7
সেই জুন মাস। আবারও ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। ২০২৩ সালের ২ জুন ওড়িশার বাহানাগায় বীভৎস দুর্ঘটনার মুখে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। বছর পার করতেই এবার ভয়াবহ দুর্ঘটনার মুখে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
2 / 7
এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে এগোতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি।
3 / 7
সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় ট্রেনের পার্সেল কামরা। দুমড়ে মুচড়ে যায় পরের কামরাটি।
4 / 7
ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত রেলের তরফে দুইজনের মৃত্যুর খবর জানিয়েছে রেল। তবে পুলিশের তরফে দাবি করা হয়েছে, কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
5 / 7
রেলের তরফে জানানো হয়েছে, সিগন্যালিংয়ের সমস্যার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে।
6 / 7
কেন মালগাড়ি সিগন্যাল ভেঙে এগিয়ে গেল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, সেই প্রশ্নও উঠেছে।
7 / 7
রেলের তরফে একাধিক কন্ট্রোল রুম ও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। দিল্লির কন্ট্রোল রুমে রয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।