Ballon d’Or: ব্যালন ডি’অর উঠল বেঞ্জেমার হাতে, লেওয়ানডস্কি পেলেন কোন পুরস্কার?
প্যারিসে অনুষ্ঠিত হল ৬৬তম ব্যালন ডি’অর। ফুটবলের এই অনুষ্ঠান ঘিরে বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠান সঞ্চালনা করলেন দিদিয়ের দ্রোগবা এবং ফরাসি টেলিভিশন অ্যাঙ্কর স্যান্ডি হেরিবার্ট। গত মরসুমের পারফরম্যান্সের ভিত্তিতে এ বার ব্যালন ডি’অর (Ballon D’Or 2022) দেওয়া হয়েছে। পুরুষ বিভাগে ব্যালন ডি’অর জিতলেন করিম বেঞ্জেমা (Karim Benzema) এবং মহিলা ফুটবলারদের মধ্যে এই অ্যাওয়ার্ড পেলেন অ্যালেক্সিয়া পুতেয়াস (Alexia Putellas)।
Most Read Stories