Karim Benzema: ব্যালন ডি’অর জয়ী বেঞ্জেমার বান্ধবী জর্ডান ওজুনাকে চেনেন?

সদ্য ব্যালন ডি'অর পুরস্কার জিতেছে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার করিম বেঞ্জেমা। তাঁর এই বড় দিনে পাশে ছিলেন বান্ধবী জর্ডান ওজুনা। তিনি এক সময় লাস ভেগাসের হুটার্স রেস্টুরেন্টের ওয়েট্রেস ছিলেন। সেখান থেকে মডেলিংয়ে প্রবেশ। আমেরিকান সুন্দরী বর্তমানে মডেলিংয়ের সঙ্গেই যুক্ত।

| Edited By: | Updated on: Oct 19, 2022 | 6:00 AM
সদ্য ব্যালন ডি'অর পুরস্কার জিতেছে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার করিম বেঞ্জেমা (Karim Benzema)। তাঁর এই বড় দিনে পাশে ছিলেন বান্ধবী জর্ডান ওজুনা (Jordan Ozuna)। তিনি এক সময় লাস ভেগাসের হুটার্স রেস্টুরেন্টের ওয়েট্রেস ছিলেন। সেখান থেকে মডেলিংয়ে প্রবেশ। আমেরিকান সুন্দরী বর্তমানে মডেলিংয়ের সঙ্গেই যুক্ত। (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

সদ্য ব্যালন ডি'অর পুরস্কার জিতেছে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার করিম বেঞ্জেমা (Karim Benzema)। তাঁর এই বড় দিনে পাশে ছিলেন বান্ধবী জর্ডান ওজুনা (Jordan Ozuna)। তিনি এক সময় লাস ভেগাসের হুটার্স রেস্টুরেন্টের ওয়েট্রেস ছিলেন। সেখান থেকে মডেলিংয়ে প্রবেশ। আমেরিকান সুন্দরী বর্তমানে মডেলিংয়ের সঙ্গেই যুক্ত। (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

1 / 5
৩২ বছর বয়সী জর্ডান ওজুনা বর্তমানে একাধিক মডেলিং এজেন্সির সঙ্গে যুক্ত। সুন্দরী জর্ডান চলতি বছরের অগস্ট মাসে ইন্সটাগ্রামে তাঁর এবং বেঞ্জেমার সম্পর্কের খবরে শিলমোহর দিয়েছেন। (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

৩২ বছর বয়সী জর্ডান ওজুনা বর্তমানে একাধিক মডেলিং এজেন্সির সঙ্গে যুক্ত। সুন্দরী জর্ডান চলতি বছরের অগস্ট মাসে ইন্সটাগ্রামে তাঁর এবং বেঞ্জেমার সম্পর্কের খবরে শিলমোহর দিয়েছেন। (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

2 / 5
প্যারিসে অনুষ্ঠিত হয়েছে এ বারের ব্যালন ডি'অরের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বেঞ্জেমার পাশে ছিলেন তাঁর বান্ধবী জর্ডান ওজুনাও। (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

প্যারিসে অনুষ্ঠিত হয়েছে এ বারের ব্যালন ডি'অরের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বেঞ্জেমার পাশে ছিলেন তাঁর বান্ধবী জর্ডান ওজুনাও। (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

3 / 5
জর্ডান ওজুনা নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে বেঞ্জেমার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন। পাশাপাশি ইন্সটা পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'গত রাতটা যাদুর মতো লাগছিল। তোমার চেয়ে এটা পাওয়ার যোগ্য আর কেউ ছিল না।' (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

জর্ডান ওজুনা নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে বেঞ্জেমার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন। পাশাপাশি ইন্সটা পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'গত রাতটা যাদুর মতো লাগছিল। তোমার চেয়ে এটা পাওয়ার যোগ্য আর কেউ ছিল না।' (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

4 / 5
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বেঞ্জেমার বান্ধবী। সব সময় তিনি বিভিন্ন জায়গায় গেলেই তাঁর ভক্তদের আপডেট দেন। (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বেঞ্জেমার বান্ধবী। সব সময় তিনি বিভিন্ন জায়গায় গেলেই তাঁর ভক্তদের আপডেট দেন। (ছবি-জর্ডান ওজুনা ইন্সটাগ্রাম)

5 / 5
Follow Us: