যে অভিনেত্রীর সঙ্গেই তিনি পর্দায় কাজ করেন, যাঁর সঙ্গেই তিনি সামন্য বন্ধুত্ব করেন, তাঁর সঙ্গেই পরের দিন থেকে শুরু হয়ে যায় নতুন রটনা। বিষয়টা তাঁর জন্য যথেষ্ট খারাপ লাগার।
যদিও ভক্তমনে প্রশ্নের অবকাশ নেই। কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এই নিয়ে এতদিন মুখে কুপুল এঁটেছিলেন। তবে এবার মুখ খুললেন তিনি। সাফ জানালেন, তিনি বিয়ের পিঁড়িতে বসার কথা এখনই ভাবছেন না।
কার্তিকের সঙ্গে সম্পর্কের জল্পনায় একাধিক অভিনেত্রীর নাম জড়িয়ে পড়লেও তিনি কোনওদিন প্রতিবাদ করেননি। তবে সম্প্রতি তিনি এই বিষয় মুখ খুলে জানালেন, তাঁর মোটেও বিষয়টা পছন্দ হচ্ছে না।