welcome 2023: নতুন বছরের প্রথম দিনেই পার্সে রাখুন এই ৪ জিনিস, গোটা বছর অভাব হবে না অর্থের

New Year 2023: বাস্তু অনুসারে, কিছু জিনিস ধনী হওয়ার জন্য অনেকাংশে সাহায্য করে। তাই বছরের প্রথম দিন থেকেই আপনার পার্সে কী কী রাখবেন তা জেনে নিন আজকেই...

| Edited By: | Updated on: Dec 31, 2022 | 4:09 PM
রাত পোহালেই নতুন বছরের আগমন। তাই নয়া বছরকে স্বাগত জানাতে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। এ বছরের শেষে নতুন সূর্যের আলোর মধ্য দিয়ে আগমন ঘটবে আগামী বছর। গোটা বিশ্বেই চলছে উত্‍সবের প্রস্তুতি।

রাত পোহালেই নতুন বছরের আগমন। তাই নয়া বছরকে স্বাগত জানাতে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। এ বছরের শেষে নতুন সূর্যের আলোর মধ্য দিয়ে আগমন ঘটবে আগামী বছর। গোটা বিশ্বেই চলছে উত্‍সবের প্রস্তুতি।

1 / 7
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

2 / 7
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

3 / 7
চাল: বছর শুরুর একদিন আগে পার্সে রাখুন চালের কয়েকটি দানা। তাতে সারাবছর সমৃদ্ধিতে ভরপুর থাকতে পারবেন আপনি। মনে করা হয় চাল হল লত্র্মীর প্রতীক। এই টোটকায় শুধু পার্সেই নয়, গৃহেও প্রচুর অর্থ বর্ষণ হবে। দারিদ্র ঘুচে যাবে চিরতরে।

চাল: বছর শুরুর একদিন আগে পার্সে রাখুন চালের কয়েকটি দানা। তাতে সারাবছর সমৃদ্ধিতে ভরপুর থাকতে পারবেন আপনি। মনে করা হয় চাল হল লত্র্মীর প্রতীক। এই টোটকায় শুধু পার্সেই নয়, গৃহেও প্রচুর অর্থ বর্ষণ হবে। দারিদ্র ঘুচে যাবে চিরতরে।

4 / 7
পদ্ম বীজ: বছরের প্রথম দিনে পার্সে একটি লাল কাপড়ে পদ্মের বীজ রাখতে পারেন। বিশ্বাস, পার্সে এইগুলি রাখলে তা খুবই শুভ বলে মনে করা হয়। ধর্মীয় শাস্ত্র অনুসারে, দেবী লক্ষ্মী একটি পদ্মের উপর অধিষ্ঠিত। তাই পার্সে পদ্মের বীজ রাখলে পার্সে থাকলে কখনও টাকা-পয়সার অভাব হবে না।

পদ্ম বীজ: বছরের প্রথম দিনে পার্সে একটি লাল কাপড়ে পদ্মের বীজ রাখতে পারেন। বিশ্বাস, পার্সে এইগুলি রাখলে তা খুবই শুভ বলে মনে করা হয়। ধর্মীয় শাস্ত্র অনুসারে, দেবী লক্ষ্মী একটি পদ্মের উপর অধিষ্ঠিত। তাই পার্সে পদ্মের বীজ রাখলে পার্সে থাকলে কখনও টাকা-পয়সার অভাব হবে না।

5 / 7
অশ্বত্থ পাতা: নতুন বছরের একদিন আগে, কোনও এক শুভ সময়ে পার্সে রাখুন অশ্বত্থ পাতা। এই টোটকা মেনে চললে সারা বছর অর্থকষ্ট থেকে দূরে থাকবেন। মনে করা হয়, অশ্বত্থ গাছে হিন্দুদের সমস্ত দেবদেবীদের বাস, তার মধ্যে থাকেন ধনলক্ষ্মীও।

অশ্বত্থ পাতা: নতুন বছরের একদিন আগে, কোনও এক শুভ সময়ে পার্সে রাখুন অশ্বত্থ পাতা। এই টোটকা মেনে চললে সারা বছর অর্থকষ্ট থেকে দূরে থাকবেন। মনে করা হয়, অশ্বত্থ গাছে হিন্দুদের সমস্ত দেবদেবীদের বাস, তার মধ্যে থাকেন ধনলক্ষ্মীও।

6 / 7
কড়ি: নতুন বছরের প্রথম দিনে অবশ্যই মানিব্যাগে কড়ি রাখুন।  আসলে কড়িকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। আলমারি বা ভল্টে কড়ি রাখলে লক্ষ্মীর কৃপা থাকবে সবসময়।

কড়ি: নতুন বছরের প্রথম দিনে অবশ্যই মানিব্যাগে কড়ি রাখুন। আসলে কড়িকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। আলমারি বা ভল্টে কড়ি রাখলে লক্ষ্মীর কৃপা থাকবে সবসময়।

7 / 7
Follow Us: