Bangla News » Photo gallery » Keep these 5 idols at home, your home will be filled with positivity
Idols At Home: ঘরে রাখুন এই পাঁচটি মূর্তি! গৃহে প্রবেশ করবেই সৌভাগ্য
TV9 Bangla Digital | Edited By: dipta das
Updated on: Dec 04, 2022 | 4:38 PM
Vastu Tips For Home: বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলেন, আমার যে গৃহে বাস করি কিংবা যে কর্মস্থলে কাজ করি সেখানকার মাটি, জল, বাতাস সবই আমাদের জীবনকে প্রভাবিত করে। কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে ভাগ্য।
Dec 04, 2022 | 4:38 PM
বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলেন, আমার যে গৃহে বাস করি কিংবা যে কর্মস্থলে কাজ করি সেখানকার মাটি, জল, বাতাস সবই আমাদের জীবনকে প্রভাবিত করে। কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে ভাগ্য। তাই গৃহে ও কর্মস্থলে পবিত্র শক্তির প্রবাহ বজায় রাখতে হয়। তাই বাড়িতে ও কর্মস্থলে এই পাঁচটি মূর্তি রাখুন। সোভাগ্য ফিরবেই।
1 / 10
আমাদের মধ্যে অনেকেই আছেন যাঁরা ভাগ্য ফেরাতে প্রতিদিন কঠোর পরিশ্রম করেন। অথচ দেখা যায়, বিস্তর ঘাম ঝরানোর পরেও তাঁদের ভাগ্য ফিরতে চায় না। পরিশ্রমের কোনও ফলই যেন তাদের লাভ হয় না। ভাগ্যদেবী যেন কোনওভাবেই তাদের প্রতি সদয় হন না।
2 / 10
বাস্তুবিশেষজ্ঞরা বলছেন এমন হওয়ার পিছনে দায়ী থাকতে পারে বাস্তুতে নেতিবাচক শক্তির প্রবাহ। তাঁরা আরও বলছেন, আমরা যে গৃহে বাস করি বা কর্মক্ষেত্রে কাজ করি সেখানকার যে এনার্জি থাকে তা আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। এই এনর্জি নেতিবাচক হতে পারে, আবার ইতিবাচক হতে পারে।
3 / 10
গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকলে সৌভাগ্য লাভ হয়। নেতিবাচক শক্তির প্রবাহ বাড়লে জীবন কঠিন হয়ে যায়। নেতিবাচক এবং ইতিবাচক শক্তির প্রবাহ তৈরি হওয়ার জন্য দায়ী থাকে গৃহের অবস্থান এবং গৃহে থাকা নানা বস্তু। তাই ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়লে তাকে ইতিবাচক শক্তি দিয়েই দূর করতে হবে। একইসঙ্গে যাতে নেতিবাচক শক্তি ক্ষমতাবান না হয় তার দিকেও রাখতে হবে খেয়াল।
4 / 10
বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, গৃহে পবিত্র শক্তির প্রবাহ বাড়াতে চাইলে কয়েকটি মূর্তি রাখা বাঞ্ছনীয়। এই মূর্তিগুলিই ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় রাখবে। দেখা যাক সেগুলি কী কী?—
5 / 10
অশ্বের মূর্তি : গৃহে অশ্বের মূর্তি থাকা অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। বাড়ির উত্তর কোণে অশ্বের মূর্তি রাখতে পারেন। এই মূর্তি রাখলে জীবনের সব দিকেই আপনি উন্নতি করতে পারবেন। বিশেষ করে ব্যবসা ও কর্মস্থলে উন্নতি করতে চাইলে অশ্বের মূর্তি রাখার কোনও বিকল্প হতে পারে না। এছাড়া পরিবারে আনন্দের কোনও অভাবও হবে না।
6 / 10
হস্তী মূর্তি : গৃহে হাতির মূর্তি রাখাও অত্যন্ত শুভ বলে বিশ্বাস করা হয়। কারণ, হাতিকে সম্পদের প্রতীক বলে মনে করা হয়। তাই হাতির মূর্তি থাকলে সর্বদা গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে। এছাড়া গৃহে অর্থ প্রবেশের নানা দিক খুলে যায়। শোওয়ার ঘরে হাতির মূর্তি রাখলে বিবাহিত জীবনও অত্যন্ত সুখের হয়।
7 / 10
রাজহাঁসের মূর্তি : জোড়া রাজহাঁসের মূর্তি অত্যন্ত শুভ। পরিবারের সদস্যদের মধ্যে মৈত্রী বজায় রাখতে রাজহাঁসের মূর্তি অত্যন্ত ফলপ্রসূ।
8 / 10
গরুর মূর্তি : গরু অত্যন্ত শান্ত প্রাণী। সর্বদা মানুষের উপকার করে। মানুষকে ক্ষুধাকাতর হতে দেয় না। আয়ের নানা উৎস তৈরি হয় ঘরে গোরু থাকলে। তাই গৃহের অন্দরে ব্রোঞ্জের তৈরি গোরুর মূর্তি রাখুন। এই মূর্তি ঘরে থাকলে গৃহস্বামীর মানসিক শান্তি বজায় থাকে। বাচ্চারাও লেখাপড়ায় মনোযোগী হয়। গৃহস্বামীর আয় বাড়ে।
9 / 10
কূর্ম মূর্তি : ঘরে কচ্ছপ বা কূর্ম মূর্তি রাখলেও সৌভাগ্য ধরা দেয় গৃহস্বামীর হাতে। অর্থপ্রাপ্তির জন্য এবং দারিদ্র দূর করার জন্য গৃহে কূর্মমূর্তি রাখতে পারেন। এছাড়া পরিবারের সদস্যদের আয়ু বাড়াতে পারে এই মূর্তি। এই মূর্তি রাখা যেতে পারে গৃহের উত্তর পূর্ব কোণে।