আসছে নতুন ধারাবাহিক 'খুকুমণি হোম ডেলিভারি'। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থা 'ব্লুজ়' তৈরি করছে ধারাবাহিকটি।
ধারাবাহিকে খুকুমণির চরিত্রে অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত। তাঁর বিপরীতে কাস্ট করা হয়েছে রাহুল মজুমদারকে।
বাঙালি খাবারের সঙ্গে তার ঐতিহ্যের গভীর যোগ রয়েছে। লকডাউনেই বাঙালিরা বাড়িতে বসে নানা ধরনের বাঙালি খাবার রান্না করেছেন। এই সময় হোম ডেলিভারি খাবারের চাহিদাও বেড়েছিল।
ধারাবাহিকে খুকুমণিও হোম ডেলিভারির ব্যবসা চালায়। সে অনাথ। মামা-মামির কাছে বড় হয়েছে। নানা ধরনের রান্না করতে পারে সে।
এই ব্যবসা করতে গিয়ে সে এমন এক খদ্দেরের পাল্লায় পড়ে, যে কিনা তাকে বলে তিনগুণ টাকা বাড়িয়ে দেবে যদি সে তার পরিবারের এক সদস্যকে খাওয়াতে পারে। সেই সদস্য বেশ বদমেজাজি ও মানসিকভাবে অন্যরকম। সেই চরিত্রেই অভিনয় করছেন রাহুল।
খুকুমণি কি পারবে তাঁকে খাওয়াতে? উত্তর বলবে 'খুকুমণি হোম ডেলিভারি'। ১ নভেম্বর থেকে সম্প্রচার হবে স্টার জলসায়, বিকেল ০৬.৩০টায়।