Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: নাইট তারকা ভেঙ্কির প্রেমের গুঞ্জন! জেনে নিন কে সেই সুন্দরী?

Venkatesh Iyer-Priyanka Jawalkar: গত বারের আইপিএলে (IPL) নাইট শিবিরের সব থেকে সেরা আবিস্কার ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। এই মরসুমে যদিও ব্যাটে-বলে এখনও জ্বলে ওঠেননি ভেঙ্কি। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চা থামছেই না। নেটদুনিয়ায় জোর গুঞ্জন প্রেমে পড়েছেন নাইট তারকা ভেঙ্কি। আর তাঁর প্রেমিকা বলা হচ্ছে কাকে, দেখে নিন তাঁর ছবি...

| Edited By: | Updated on: Apr 06, 2022 | 5:28 PM
হঠাৎ করেই ভেঙ্কিকে নিয়ে জোর গুঞ্জন যে, তিনি প্রেম করছেন? আর এই গুঞ্জনে ইন্ধন দিয়েছেন খোদ ভেঙ্কটেশ। ইন্সটাগ্রামে তেলগু অভিনেত্রী প্রিয়াঙ্কা জাওয়ালকর তাঁর একটি ছবি পোস্ট করেছিলেন। তাতে ভেঙ্কটেশ কমেন্ট করেন কিউট। প্রিয়াঙ্কা পাল্টা লেখেন, 'কে? তুমি?'

হঠাৎ করেই ভেঙ্কিকে নিয়ে জোর গুঞ্জন যে, তিনি প্রেম করছেন? আর এই গুঞ্জনে ইন্ধন দিয়েছেন খোদ ভেঙ্কটেশ। ইন্সটাগ্রামে তেলগু অভিনেত্রী প্রিয়াঙ্কা জাওয়ালকর তাঁর একটি ছবি পোস্ট করেছিলেন। তাতে ভেঙ্কটেশ কমেন্ট করেন কিউট। প্রিয়াঙ্কা পাল্টা লেখেন, 'কে? তুমি?'

1 / 5
ব্যাস ইন্সটাগ্রামে ওই দুটো কমেন্টের পর থেকে একাধিক ইন্সটা ব্যবহারকারীরা প্রিয়াঙ্কার ছবিতে ভেঙ্কিকে নিয়ে কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন। উল্লেখ্য ভেঙ্কটেশ ও প্রিয়াঙ্কা একে অপরকে ইন্সটাগ্রামে ফলোও করেন।

ব্যাস ইন্সটাগ্রামে ওই দুটো কমেন্টের পর থেকে একাধিক ইন্সটা ব্যবহারকারীরা প্রিয়াঙ্কার ছবিতে ভেঙ্কিকে নিয়ে কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন। উল্লেখ্য ভেঙ্কটেশ ও প্রিয়াঙ্কা একে অপরকে ইন্সটাগ্রামে ফলোও করেন।

2 / 5
প্রিয়াঙ্কা জাওয়ালকর হলেন পেশায় একজন মডেল ও অভিনেত্রী। তিনি অন্ধ্র প্রদেশের অনন্তপুরে এক মারাঠী পরিবারে জন্মগ্রহণ করেছেন।

প্রিয়াঙ্কা জাওয়ালকর হলেন পেশায় একজন মডেল ও অভিনেত্রী। তিনি অন্ধ্র প্রদেশের অনন্তপুরে এক মারাঠী পরিবারে জন্মগ্রহণ করেছেন।

3 / 5
২০১৭ সালে কালা ভারাম আয়ে সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন প্রিয়াঙ্কা।

২০১৭ সালে কালা ভারাম আয়ে সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন প্রিয়াঙ্কা।

4 / 5
এখনও পর্যন্ত তিনি ৫টি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোন্ডার বিপরীতে ট্যাক্সিওয়ালা সিনেমাটিও। ইন্সটাগ্রামে প্রিয়াঙ্কার ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন।

এখনও পর্যন্ত তিনি ৫টি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোন্ডার বিপরীতে ট্যাক্সিওয়ালা সিনেমাটিও। ইন্সটাগ্রামে প্রিয়াঙ্কার ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন।

5 / 5
Follow Us: