AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KL Rahul Marriage: শীঘ্রই ভারতীয় ক্রিকেটে ব্যান্ড-বাজা-বারাত, কবে বিয়ে করছেন রাহুল-আথিয়া?

KL Rahul-Athiya Shetty: দু'জনে ডেট করছেন বেশ কিছুদিন হল। লোকেশ রাহুল মুখ না খুললেও সম্প্রতি বিয়ের গুঞ্জন থামিয়ে দিয়েছিলেন অভিনেত্রী আথিয়া শেট্টি। তাতে অবশ্য জল্পনা থামছে না। শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেটে বাজবে বিয়ের সানাই। চার হাত এক হবে রাহুল-আথিয়ার।

| Edited By: | Updated on: Jul 19, 2022 | 12:49 PM
Share
দু'জনে ডেট করছেন বেশ কিছুদিন হল। লোকেশ রাহুল মুখ না খুললেও সম্প্রতি বিয়ের গুঞ্জন থামিয়ে দিয়েছিলেন অভিনেত্রী আথিয়া শেট্টি। তাতে অবশ্য জল্পনা থামছে না। শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেটে বাজবে বিয়ের সানাই। চার হাত এক হবে রাহুল-আথিয়ার। (ছবি:ইনস্টাগ্রাম)

দু'জনে ডেট করছেন বেশ কিছুদিন হল। লোকেশ রাহুল মুখ না খুললেও সম্প্রতি বিয়ের গুঞ্জন থামিয়ে দিয়েছিলেন অভিনেত্রী আথিয়া শেট্টি। তাতে অবশ্য জল্পনা থামছে না। শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেটে বাজবে বিয়ের সানাই। চার হাত এক হবে রাহুল-আথিয়ার। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 5
বিয়েটা নিশ্চিত একদিন হবে। কিন্তু কবে? জানা গিয়েছে, রাহুল ও আথিয়ার পরিবার একসঙ্গে বসে ২০২৩ সালের প্রথমদিকে বিয়ের দিনক্ষণ ঠিক করেছে। জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে। (ছবি:ইনস্টাগ্রাম)

বিয়েটা নিশ্চিত একদিন হবে। কিন্তু কবে? জানা গিয়েছে, রাহুল ও আথিয়ার পরিবার একসঙ্গে বসে ২০২৩ সালের প্রথমদিকে বিয়ের দিনক্ষণ ঠিক করেছে। জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
সম্প্রতি জার্মানিতে কুঁচকির চোটের অস্ত্রোপচার হয় লোকেশ রাহুলের। বয়ফ্রেন্ডের সঙ্গী হয়েছিলেন সুনীল শেট্টির মেয়ে। খুব শীঘ্রই বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, যুবরাজ সিং-হ্যাজেল কিচ, হরভজন সিং-গীতা বসরাদের তালিকায় নাম লেখাতে চলেছে দু'জনে। (ছবি:ইনস্টাগ্রাম)

সম্প্রতি জার্মানিতে কুঁচকির চোটের অস্ত্রোপচার হয় লোকেশ রাহুলের। বয়ফ্রেন্ডের সঙ্গী হয়েছিলেন সুনীল শেট্টির মেয়ে। খুব শীঘ্রই বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, যুবরাজ সিং-হ্যাজেল কিচ, হরভজন সিং-গীতা বসরাদের তালিকায় নাম লেখাতে চলেছে দু'জনে। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
মুম্বইয়ে থাকলে দু'জনকে প্রায়ই লাঞ্চ অথবা ডিনার ডেটে যেতে দেখা যায়। রাহুল বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

মুম্বইয়ে থাকলে দু'জনকে প্রায়ই লাঞ্চ অথবা ডিনার ডেটে যেতে দেখা যায়। রাহুল বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
সোমবার জাতীয় অ্যাকাডেমি থেকে রাহুলের অনুশীলনের ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। নেটে রাহুলকে বল করছিলেন বঙ্গ পেসার ঝুলন গোস্বামী। ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে হলে দ্রুত সুস্থ হতে হবে তাঁকে। (ছবি:ইনস্টাগ্রাম)

সোমবার জাতীয় অ্যাকাডেমি থেকে রাহুলের অনুশীলনের ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। নেটে রাহুলকে বল করছিলেন বঙ্গ পেসার ঝুলন গোস্বামী। ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে হলে দ্রুত সুস্থ হতে হবে তাঁকে। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5