Ladakh: বাইক নিয়ে লাদাখ যেতে চান? আপনার অপেক্ষায় রয়েছে বিশ্বের উচ্চতম ‘মোটরেবল’ রাস্তা

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 25, 2021 | 3:45 PM

ভারত সরকারের বর্ডার রোডস অর্গানাইজেশনের উদ্যোগে পূর্ব লাদাখের উমলিংলা পাসে ১৯,৩০০ ফুট উচ্চতায় বিশ্বের উচ্চতম মোটরবাইক চালানোর রাস্তা তৈরি করা হয়েছে। যা বলিভিয়ার ১৮,৯৫৩ মিটার উচ্চতার উটুরুনকুর আগ্নেয়গিরির কাছের একটি উচ্চতম রাস্তার রেকর্ড ভেঙে দিয়েছে এই অসাধারণ রোমাঞ্চকর রাস্তাটি।

1 / 6
বিশ্বের উচ্চতম 'মোটরেবল' রাস্তা রয়েছে ভারতেই। ঠিকানা হল লাদাখ।

বিশ্বের উচ্চতম 'মোটরেবল' রাস্তা রয়েছে ভারতেই। ঠিকানা হল লাদাখ।

2 / 6
ভারত সরকারের বর্ডার রোডস অর্গানাইজেশনের উদ্যোগে পূর্ব লাদাখের উমলিংলা পাসে ১৯,৩০০ ফুট উচ্চতায় বিশ্বের উচ্চতম মোটরবাইক চালানোর রাস্তা তৈরি করা হয়েছে। যা বলিভিয়ার ১৮,৯৫৩ মিটার উচ্চতার উটুরুনকুর আগ্নেয়গিরির কাছের একটি উচ্চতম রাস্তার রেকর্ড ভেঙে দিয়েছে এই অসাধারণ রোমাঞ্চকর রাস্তাটি।

ভারত সরকারের বর্ডার রোডস অর্গানাইজেশনের উদ্যোগে পূর্ব লাদাখের উমলিংলা পাসে ১৯,৩০০ ফুট উচ্চতায় বিশ্বের উচ্চতম মোটরবাইক চালানোর রাস্তা তৈরি করা হয়েছে। যা বলিভিয়ার ১৮,৯৫৩ মিটার উচ্চতার উটুরুনকুর আগ্নেয়গিরির কাছের একটি উচ্চতম রাস্তার রেকর্ড ভেঙে দিয়েছে এই অসাধারণ রোমাঞ্চকর রাস্তাটি।

3 / 6
এই রাস্তাটি নেপালের মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের চেয়েও উঁচুতে অবস্থিত। দক্ষিণ বেসক্য়াম্প ১৭,৫৯৮ মিটির উচ্চতায় ও তিব্বতে নর্থ বেস ক্যাম্প ১৬,৯০০ মিটার উচ্চতায় অবস্থিত।

এই রাস্তাটি নেপালের মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের চেয়েও উঁচুতে অবস্থিত। দক্ষিণ বেসক্য়াম্প ১৭,৫৯৮ মিটির উচ্চতায় ও তিব্বতে নর্থ বেস ক্যাম্প ১৬,৯০০ মিটার উচ্চতায় অবস্থিত।

4 / 6
উমলিংলা পাসের মধ্যে ৫২ কিমি দীর্ঘ টার্মাক রাস্তাটি পূর্ব লাদাখের চুমার সেক্টরের গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযুক্ত হয়েছে। এই দীর্ঘ ও সুন্দর রাস্তাটি লেহ থেকে চিসুমলে ও ডেমচোককে সংযুক্ত করার জন্য একটি বিকল্প সরাসরি রুট তৈরি হয়েছে। আর্থ-সামাজিক অবস্থাকে উন্নত করতে ও লাদাখে পর্যটন শিল্পে উন্নতি ঘটাতে এই উচ্চতম রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

উমলিংলা পাসের মধ্যে ৫২ কিমি দীর্ঘ টার্মাক রাস্তাটি পূর্ব লাদাখের চুমার সেক্টরের গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযুক্ত হয়েছে। এই দীর্ঘ ও সুন্দর রাস্তাটি লেহ থেকে চিসুমলে ও ডেমচোককে সংযুক্ত করার জন্য একটি বিকল্প সরাসরি রুট তৈরি হয়েছে। আর্থ-সামাজিক অবস্থাকে উন্নত করতে ও লাদাখে পর্যটন শিল্পে উন্নতি ঘটাতে এই উচ্চতম রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

5 / 6
তবে যাঁরা লেহ ও লাদাখ বেড়াতে গেছেন কিংবা যাঁরা বাইক নিয়ে এই জায়গায় অন্বেষণে বেড়িয়েছিলেন, তাঁরা ইতিমধ্যেই ঘুরে এসেছেন খারদুংলা পাস। এই পাসের উচ্চতাও ১৭,৬০০ ফিট। তারই পাশে তৈরি হয়েছে উমলিঙ্গা পাসের  এই রাস্তা।

তবে যাঁরা লেহ ও লাদাখ বেড়াতে গেছেন কিংবা যাঁরা বাইক নিয়ে এই জায়গায় অন্বেষণে বেড়িয়েছিলেন, তাঁরা ইতিমধ্যেই ঘুরে এসেছেন খারদুংলা পাস। এই পাসের উচ্চতাও ১৭,৬০০ ফিট। তারই পাশে তৈরি হয়েছে উমলিঙ্গা পাসের এই রাস্তা।

6 / 6
শীতকালে কঠিন ঠান্ডা আবহাওয়ার জন্য এখানকার তাপমাত্রা প্রায় মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায়। অক্সিজেনের মাত্রাও স্বাভাবিকের থেকে ৫০ শতাংশ কম হওয়ায় বিআরও-কে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল।

শীতকালে কঠিন ঠান্ডা আবহাওয়ার জন্য এখানকার তাপমাত্রা প্রায় মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায়। অক্সিজেনের মাত্রাও স্বাভাবিকের থেকে ৫০ শতাংশ কম হওয়ায় বিআরও-কে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল।

Next Photo Gallery