Bangla NewsPhoto gallery Know about Interesting facts of World’s Highest Motorable Road In Ladakh
Ladakh: বাইক নিয়ে লাদাখ যেতে চান? আপনার অপেক্ষায় রয়েছে বিশ্বের উচ্চতম ‘মোটরেবল’ রাস্তা
ভারত সরকারের বর্ডার রোডস অর্গানাইজেশনের উদ্যোগে পূর্ব লাদাখের উমলিংলা পাসে ১৯,৩০০ ফুট উচ্চতায় বিশ্বের উচ্চতম মোটরবাইক চালানোর রাস্তা তৈরি করা হয়েছে। যা বলিভিয়ার ১৮,৯৫৩ মিটার উচ্চতার উটুরুনকুর আগ্নেয়গিরির কাছের একটি উচ্চতম রাস্তার রেকর্ড ভেঙে দিয়েছে এই অসাধারণ রোমাঞ্চকর রাস্তাটি।