UTI: ৩ মাস অন্তর ফিরছে ইউরিন ইনফেকশনের সমস্যা? রইল কিছু সহজ প্রতিকার

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Reshmi Pramanik

Updated on: Feb 10, 2023 | 12:16 PM

Urinary Tract Infection Prevention:পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, জল বেশি খান সেই সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন

Feb 10, 2023 | 12:16 PM
মহিলাদের মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যা বেশি হয়। প্রায়শই তাঁদের ভুগতে হয় এই সমস্যায়। রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে সেখান থেকে ইউরিন ইনফেকশনের সম্ভাবনা থেকে যায়। আর এই সমস্যা বার বার হলে চিকিৎসকের পরামর্শ নিন।

মহিলাদের মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যা বেশি হয়। প্রায়শই তাঁদের ভুগতে হয় এই সমস্যায়। রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে সেখান থেকে ইউরিন ইনফেকশনের সম্ভাবনা থেকে যায়। আর এই সমস্যা বার বার হলে চিকিৎসকের পরামর্শ নিন।

1 / 6
এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় ব্যাপার। ঠিকমতো অর্ন্তবাস পরিষ্কার না রাখলে সেখান থেকেও হতে পারে এই সমস্যা। এছাড়া কম জল খেলে, প্রায়শই বাইরে টয়লেটে গেলে সেখান থেকে হতে পারে ইউরিন ইনফেকশন।

এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় ব্যাপার। ঠিকমতো অর্ন্তবাস পরিষ্কার না রাখলে সেখান থেকেও হতে পারে এই সমস্যা। এছাড়া কম জল খেলে, প্রায়শই বাইরে টয়লেটে গেলে সেখান থেকে হতে পারে ইউরিন ইনফেকশন।

2 / 6
যেহেতু মহিলাদের যোনিদ্বারের গঠন উন্মুক্ত তাই তাঁদের বেশি সমস্যার মধ্যে পড়তে হয়। ইউরিন ইনফেকশন তাই মহিলাদের বেশি হয়। একটানা কনট্রাসেপটিভ পিল খেলে সেখান থেকেও হতে পারে এই সমস্যা।

যেহেতু মহিলাদের যোনিদ্বারের গঠন উন্মুক্ত তাই তাঁদের বেশি সমস্যার মধ্যে পড়তে হয়। ইউরিন ইনফেকশন তাই মহিলাদের বেশি হয়। একটানা কনট্রাসেপটিভ পিল খেলে সেখান থেকেও হতে পারে এই সমস্যা।

3 / 6
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মূল কারণ হল ই কোলাই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রেই থাকে। এবার ইউরিনারি ট্যাক্ট দিয়ে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলেই সমস্যা বেশি হয়।

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মূল কারণ হল ই কোলাই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রেই থাকে। এবার ইউরিনারি ট্যাক্ট দিয়ে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলেই সমস্যা বেশি হয়।

4 / 6
এছাড়াও মহিলাদের মূত্রদ্বারের কাছেই থাকে মলদ্বার। এই কারণেও কিন্তু ইনফেকশনের সমস্যা অনেক বেশি হয়। আর তাই সব মানুষকে এব্যাপারে সচেতন থাকতে হবে। অনেক সময় যৌনতা থেকেও হতে পারে ইউরিন ইনফেকশন। যে কারণে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি।

এছাড়াও মহিলাদের মূত্রদ্বারের কাছেই থাকে মলদ্বার। এই কারণেও কিন্তু ইনফেকশনের সমস্যা অনেক বেশি হয়। আর তাই সব মানুষকে এব্যাপারে সচেতন থাকতে হবে। অনেক সময় যৌনতা থেকেও হতে পারে ইউরিন ইনফেকশন। যে কারণে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি।

5 / 6
যদি বার বার প্রস্রাব পায়, প্রস্রাবে যাওয়ার পরও যদি তা ক্লিয়ার না হয়, তলপেটে ব্যথা করে জ্বর আসে, ইউরিনের সঙ্গে রক্তপাত হয় তাহলে কিন্তু সাবধান। অবিলমম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

যদি বার বার প্রস্রাব পায়, প্রস্রাবে যাওয়ার পরও যদি তা ক্লিয়ার না হয়, তলপেটে ব্যথা করে জ্বর আসে, ইউরিনের সঙ্গে রক্তপাত হয় তাহলে কিন্তু সাবধান। অবিলমম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

6 / 6

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla