দক্ষিণ কলকাতার বিলাসবহুল আবাসনের ফ্ল্যাট থেকে শুক্রবার সন্ধ্যায় প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর, ফ্ল্যাটের মালিকানা রয়েছে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার হাতে। পেশায় মডেল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট।
এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার সকাল থেকেই কোমর বেঁধে নেমেছে ইডি। প্রথমেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা যান নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। দিনভর চলে টানটান উত্তেজনা।
সপ্তাহান্তে সবাই যখন অফিস ছুটির মেজাজে, তখন ইডির একটি টুইটেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনের বাসিন্দা অর্পিতার ফ্ল্যাট থেকে নগদে ৫০০ ও ২ হাজার টাকার নোটে প্রায় ২০ কোটি টাকা উদ্ধার হয়। সঙ্গে উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোন।
কে এই অর্পিতা চট্টোপাধ্যায়? শোনা যাচ্ছে অর্পিতা মডেলিং করতেন। নাকতলা উদয়ন সংঘের পুজোর ব্যানারে মুখ হিসেবেও দেখা গিয়েছে তাঁকে।
নাকতলার পুজোর সঙ্গে জড়ান তিনি। অর্পিতা ফিটনেস নিয়েও যে সচেতন ছিলেন, তা-ও তাঁর একাধিক ছবিতে দেখা গিয়েছে।