Bathe for Creativity: স্নান করলেই বেড়ে যায় সৃজনশীলতা, সাম্প্রতিক গবেষণা এমনই জানাল…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Mar 05, 2022 | 12:25 PM

Creativity: স্নানের সময় (Bathing) হঠাৎই নগ্ন অবস্থায় আর্কিমিডাস উচ্চস্বরে বলে ওঠেন ইউরেকা! এই স্নানের সময়ই সৃজনশীলতা (Creativity) অনেকটা বেড়ে যায় মানুষের। কিন্তু কেন? কী বলছে গবেষণা?

1 / 6
সৃজনশীলতা আসলে কী? কোনও একটি সমস্যা বা ধাঁধার সমাধান যদি হাতের কাছে না থাকে তখন মস্তিষ্ক নিজেই মৌলিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সমাধান খুঁজে নেয়। একেই সাধারণ ভাবে সৃজনশীলতা বলে।

সৃজনশীলতা আসলে কী? কোনও একটি সমস্যা বা ধাঁধার সমাধান যদি হাতের কাছে না থাকে তখন মস্তিষ্ক নিজেই মৌলিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সমাধান খুঁজে নেয়। একেই সাধারণ ভাবে সৃজনশীলতা বলে।

2 / 6
একাধিক গবেষণা বলছে, স্নানের সময় বেড়ে যায় সৃজনশীলতা। ২০১৫ সালে করা একটি সমীক্ষা বলছে, স্নান করতে গিয়ে প্রায় ৭২ শতাংশ মানুষের মাথায় এসেছে নতুন আইডিয়া বা ভাবনা-চিন্তা।

একাধিক গবেষণা বলছে, স্নানের সময় বেড়ে যায় সৃজনশীলতা। ২০১৫ সালে করা একটি সমীক্ষা বলছে, স্নান করতে গিয়ে প্রায় ৭২ শতাংশ মানুষের মাথায় এসেছে নতুন আইডিয়া বা ভাবনা-চিন্তা।

3 / 6
১৮-৬৪ বছর বয়সী ৪০০০ মানুষর উপর করা হয় সমীক্ষাটি। বিশেষজ্ঞদের মতে, একে বলে ডিফল্ট মোড নেটওয়ার্ক।

১৮-৬৪ বছর বয়সী ৪০০০ মানুষর উপর করা হয় সমীক্ষাটি। বিশেষজ্ঞদের মতে, একে বলে ডিফল্ট মোড নেটওয়ার্ক।

4 / 6
এক্ষেত্রে অবচেতন মনে পরস্পর সম্পর্কবিহীন একটি ভাবনার ধারা অপর একটি ভাবনার সঙ্গে ধাক্কা খায়। এর ফলে মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি হয়। তবে কেন এমনটি হয়?

এক্ষেত্রে অবচেতন মনে পরস্পর সম্পর্কবিহীন একটি ভাবনার ধারা অপর একটি ভাবনার সঙ্গে ধাক্কা খায়। এর ফলে মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি হয়। তবে কেন এমনটি হয়?

5 / 6
বিশেষজ্ঞদের মতে, স্নানের সময় মানুষের চিন্তা-ভাবনা কিছুটা অন্তর্মুখী হয়ে যায়। আবার কারো মতে, এ সময় ডোপামাইন হরমোনের ক্ষরণ বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, স্নানের সময় মানুষের চিন্তা-ভাবনা কিছুটা অন্তর্মুখী হয়ে যায়। আবার কারো মতে, এ সময় ডোপামাইন হরমোনের ক্ষরণ বেড়ে যায়।

6 / 6
তবে এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

তবে এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

Next Photo Gallery