Kolkata Police Archery and Chess Academy: তির ধনুক হাতে নগরপাল

প্রতিভার অন্বেষণে পুলিশ অ্যাথলেটিক ক্লাব। বিধাননগরের ব্যাটেলিয়ন গ্রাউন্ডে তিরন্দাজি (Archery) আর দাবার (Chess) অ্যাকাডেমি (Academy) গড়ে তোলা হল। উদ্বোধনী অনুষ্ঠানে এসে তির চালিয়ে লক্ষ্যভেদ নগরপাল সৌমেন মিত্রের। একই সঙ্গে খেললেন দাবাও। আর্চারি অ্যাকাডেমির দায়িত্বে বাংলার দুই অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায়। দাবা অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেবেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। অত্যাধুনিক এই অ্যাকাডেমিতে জিমের ব্যবস্থাও করা হয়েছে।

| Edited By: | Updated on: Nov 27, 2021 | 8:09 PM
বিধাননগরের ব্যাটেলিয়ন গ্রাউন্ডে তিরন্দাজি (Archery) আর দাবার (Chess) অ্যাকাডেমি (Academy) গড়ে তোলা হল।

বিধাননগরের ব্যাটেলিয়ন গ্রাউন্ডে তিরন্দাজি (Archery) আর দাবার (Chess) অ্যাকাডেমি (Academy) গড়ে তোলা হল।

1 / 4
 উদ্বোধনী অনুষ্ঠানে এসে তির চালিয়ে লক্ষ্যভেদ নগরপাল সৌমেন মিত্রের।

উদ্বোধনী অনুষ্ঠানে এসে তির চালিয়ে লক্ষ্যভেদ নগরপাল সৌমেন মিত্রের।

2 / 4
তবে নগরপাল শুধু তিরন্দাজিতে অংশ নেননি। একই সঙ্গে খেললেন দাবাও।

তবে নগরপাল শুধু তিরন্দাজিতে অংশ নেননি। একই সঙ্গে খেললেন দাবাও।

3 / 4
আর্চারি অ্যাকাডেমির দায়িত্বে বাংলার দুই অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায়। দাবা অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেবেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া।

আর্চারি অ্যাকাডেমির দায়িত্বে বাংলার দুই অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায়। দাবা অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেবেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া।

4 / 4
Follow Us: