International Karate Championship: দু’বছর বন্ধ থাকার পর কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Aug 02, 2022 | 4:17 PM
দু'বছরের ব্যবধানের পর কলকাতায় অনুষ্ঠিত হল ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পূর্ব তিমুর, আফগানিস্তান এবং ভুটান সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন।
1 / 5
দু'বছরের ব্যবধানের পর কলকাতায় অনুষ্ঠিত হল ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পূর্ব তিমুর, আফগানিস্তান এবং ভুটান সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। (নিজস্ব চিত্র)
2 / 5
রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হল ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। হানশি প্রেমজিৎ সেনের পরিচালনায় ও তত্ত্বাবধানে সমগ্র টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছিল। (নিজস্ব চিত্র)
3 / 5
প্রায় ২৫০০ প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। (নিজস্ব চিত্র)
4 / 5
আয়োজকদের মতে, এবছর সারা ভারত এবং বিদেশের দল 'কুমিতে' সবচেয়ে ভালো পারফর্ম করতে সক্ষম হয়েছে। যার ফলে এই প্রতিযোগিতাকে অনায়াসে সফল আন্তর্জাতিক টুর্নামেন্ট বলা যেতে পারে।(নিজস্ব চিত্র)
5 / 5
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রায় ১৫ হাজার দর্শকের সমাগম হয়েছিল। আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বিদেশ ভ্রমণ করতে পারেন না এমন প্রতিযোগীরা আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতার সুযোগও পেয়েছেন।(নিজস্ব চিত্র)