কমবয়সেই সাফল্যের চূড়োয়। দেশের হয়ে ফুটবল বিশ্বকাপ জয়, দু'দুটো বিশ্বকাপের ফাইনাল খেলা, গোল্ডেন বুট পুরস্কার পেয়েছেন কিলিয়ান এমবাপে। এ বার ক্লাব ফুটবলেও অনন্য নজির তাঁর। ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে। আগামীতে ফুটবল বিশ্বকে শাসন করবেন যিনি, তাঁর পায়ে গড়া হল নতুন ইতিহাস।
Mar 05, 2023 | 11:49 AM
ফরাসি ক্লাব পিএসজির হয়ে গোলের নতুন রেকর্ড কিলিয়ান এমবাপের। লিগ ওয়ানের ম্যাচে শনিবার রাতে নান্তেসের বিরুদ্ধে ম্যাচ ছিল পিএসজির। ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতেছেন এমবাপেরা। (ছবি:টুইটার)
1 / 8
ম্যাচে পিএসজির হয়ে চারটি গোল মধ্যে একটি কিলিয়ান এমবাপের। সংযুক্তি সময়ে গোল করে পিএসজির ইতিহাসে সর্বকালের সেরা গোল স্কোরার হয়ে গেলেন এমবাপে। (ছবি:টুইটার)
2 / 8
পিএসজির হয়ে সবচেয়ে বেশি ২০০ গোলের রেকর্ড ছিল এডিনসন কাভানির। কয়েকদিন আগেই কাভানিকে ছুঁয়ে ফেলেছিলেন এমবাপে। শনিবারের ম্যাচে গোল করে উরুগুয়ের স্ট্রাইকারকে পিছনে ফেলে ক্লাবের ইতিহাসে সর্বাধিক গোলের অধিকারী হলেন তিনি। (ছবি:টুইটার)
3 / 8
পিএসজির হয়ে এমবাপের ঝুলিতে এখন ২০১টি গোল। ঘরের মাঠে ২০১ নম্বর গোল করে ক্লাবের তরফে বিশেষ পুরস্কার পেয়েছেন তিনি। (ছবি:টুইটার)
4 / 8
মাত্র ২৪ বছর বয়সে ফরাসি ফুটবলারের এই কৃতিত্বে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। ২৪ বছর বয়সে লিওনেল মেসিও তাঁর ক্লাবের সর্বাধিক গোলস্কোরার হয়েছিলেন। এক্ষেত্রে লিওকে ছুঁয়ে ফেললেন কিলিয়ান।(ছবি:টুইটার)
5 / 8
চলতি মরসুমে অসাধারণ ছন্দে রয়েছেন এমবাপে। সব প্রতিযোগিতা নিয়ে চলতি মরসুমে এখনও পর্যন্ত তাঁর গোলসংখ্যা ৩০। ৮টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। (ছবি:টুইটার)
6 / 8
২০১৭ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপে। এই ছয়বছরে ক্লাবের হয়ে ২০১টি গোল করে ফেললেন। এর পাশাপাশি ৪টি লিগ খেতাব জিতেছেন। (ছবি:টুইটার)
7 / 8
মাত্র ২৪ বছর বয়সে ক্লাবের সর্বাধিক গোলস্কোরারে পরিণত হয়েছেন। এরপর আর কী চাই? এমবাপে বলেছেন, "ভেবে দেখিনি। তবে ব্যালন ডি'অর জিততে চাই।" (ছবি:টুইটার)