খেতাবের স্বপ্নে ধাক্কা রিয়ালের

রিয়ালের ঘরের মাঠে সেভিয়াকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন করিম বেঞ্জেমারা। এই ম্যাচে জিতলেই খেতাবের কাছাকাছি আসার সুযোগ ছিল জিদানের দলের। কিন্তু কোথায় কী? সব ওলোট-পালোট হয়ে গেল। লা লিগায় (La Liga) রিয়াল মাদ্রিদ (Real Madrid) বনাম সেভিয়া (Sevilla) ম্যাচের শেষে স্কোরলাইন ২-২। ফলে লিগ শীর্ষে ওঠা হল না টনি ক্রুজদের। এ দিনের ম্যাচে প্রথম থেকেই পিছিয়ে ছিল জিদানের ছেলেরা। তবে শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারলেও কাঙ্খিত জয় পেলেন না মার্কো অ্যাসেনসিওরা।

| Updated on: May 10, 2021 | 1:56 PM
 ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল করেন সেভিয়ার ফের্নান্দো রেগেস। (সৌজন্যে- সেভিয়া টুইটার)

ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল করেন সেভিয়ার ফের্নান্দো রেগেস। (সৌজন্যে- সেভিয়া টুইটার)

1 / 5
৭৮ মিনিটে সেভিয়ার হয়ে পেনাল্টি থেকে গোল করেন ইভান রাকিতিচ।(সৌজন্যে- সেভিয়া টুইটার)

৭৮ মিনিটে সেভিয়ার হয়ে পেনাল্টি থেকে গোল করেন ইভান রাকিতিচ।(সৌজন্যে- সেভিয়া টুইটার)

2 / 5
 মার্কো অ্যাসেনসিও ৬৭ মিনিটে রিয়ালের হয়ে এক গোল শোধ করেন।(সৌজন্যে- রিয়াল মাদ্রিদ টুইটার)

মার্কো অ্যাসেনসিও ৬৭ মিনিটে রিয়ালের হয়ে এক গোল শোধ করেন।(সৌজন্যে- রিয়াল মাদ্রিদ টুইটার)

3 / 5
অতিরিক্ত সময়ে এডেন হ্যাজার্ড রিয়ালকে সমতায় ফেরান।(সৌজন্যে- রিয়াল মাদ্রিদ টুইটার)

অতিরিক্ত সময়ে এডেন হ্যাজার্ড রিয়ালকে সমতায় ফেরান।(সৌজন্যে- রিয়াল মাদ্রিদ টুইটার)

4 / 5
 রিয়ালের দুটি গোলই সহায়তা করেছেন টনি ক্রুজ।(সৌজন্যে- রিয়াল মাদ্রিদ টুইটার)

রিয়ালের দুটি গোলই সহায়তা করেছেন টনি ক্রুজ।(সৌজন্যে- রিয়াল মাদ্রিদ টুইটার)

5 / 5
Follow Us: