খেতাবের স্বপ্নে ধাক্কা রিয়ালের
রিয়ালের ঘরের মাঠে সেভিয়াকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন করিম বেঞ্জেমারা। এই ম্যাচে জিতলেই খেতাবের কাছাকাছি আসার সুযোগ ছিল জিদানের দলের। কিন্তু কোথায় কী? সব ওলোট-পালোট হয়ে গেল। লা লিগায় (La Liga) রিয়াল মাদ্রিদ (Real Madrid) বনাম সেভিয়া (Sevilla) ম্যাচের শেষে স্কোরলাইন ২-২। ফলে লিগ শীর্ষে ওঠা হল না টনি ক্রুজদের। এ দিনের ম্যাচে প্রথম থেকেই পিছিয়ে ছিল জিদানের ছেলেরা। তবে শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারলেও কাঙ্খিত জয় পেলেন না মার্কো অ্যাসেনসিওরা।
Most Read Stories