বিহারের জামুই জেলার করমটিয়ায় দেশের সর্ববৃহৎ স্বর্ণ ভান্ডার রয়েছে। বিহারের জামুইয়ের সাংসদ সঞ্জয় জয়সওয়ালের চিঠির জবাবে এ কথা নিজেই জানিয়েছেন কেন্দ্রীয় খনি মন্ত্রী প্রহ্লাদ যোশী।
এর আগে অবশ্য ১৯৮২ সালেও এই করমটিয়া গ্রাম সংবাদ শিরোণামে এসেছিল। কারণ সেই সময়ও এই অঞ্চলে স্বর্ণখনির খবর সামনে এসেছিল।
শোনা যায়, ১৯৮২ সালে প্রথমবার সোনো ব্লকে করমটিয়ার পাহাড়ি এলাকায় গরু চরাতে গিয়ে সোনার একটি ছোট টুকরোর খোঁজ পান এক ব্যক্তি। এর পর থেকে স্থানীয় অনেকেই ওই অঞ্চলে মাটির মধ্যে সোনার ছোট ছোট অংশ খুঁজে পান।
তার পরেই ১৯৮২ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ওই এলাকায় অনুসন্ধান চালান ভারতীয় ভূবিজ্ঞানীরা। ১৯৮৬ সাল থেকে ওই এলাকায় কোনও ধরনের খননকে অবৈধ ঘোষণা করা হয়।
২০১১ সালেও আর্কেওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে ওই এলাকায় খননের তোড়জোড় শুরু হয়। কিন্তু খননের খরচ অত্যাধিক হওয়ায় বিষয়টি ঠান্ডা ঘরে চলে যায়।
এই অঞ্চলের মানুষের দাবি, যেহেতু এখানে সোনা পাওয়া যায় সেই কারণেই এই ব্লকের নাম সোনো। করমটিয়া এলাকার সংলগ্ন অঞ্চলে যাঁরা থাকেন, তাঁদের দাবি করমটিয়া ছাড়াও ঘুটবে এবং ঘোটারি এলাকাতেও সোনার খোঁজে খনন কাজ শুরু হয়েছে।