Advertising History: আজও রয়েছে রেশ, স্বাধীনতার আগে আম-জনতার ভিড়ে দোলা লাগিয়েছিল যে সব বিজ্ঞাপন
জয়দীপ দাস | Edited By: সঞ্জয় পাইকার
Aug 15, 2024 | 4:20 PM
Advertising History: এই সব বিজ্ঞাপন এক সময় দোলা লাগিয়েছিল পরাধীন ভারতে আম-জনতার মধ্যে। কোনও কোনও বিজ্ঞাপনে সরাসরি ছিল একেবারে সমাজ বদলের বার্তা। যার রেশ রয়ে গিয়েছে আজও। কিছু কিছু বিজ্ঞাপন নিয়ে চর্চা চলছে আজও।
1 / 12
১৯৩৯ সালে পাঁচ টাকার এই রেডিয়োর এই বিজ্ঞাপন সামনে এসেছিল। প্রকাশিত হয়েছিল যুগান্তর পত্রিকায়।
2 / 12
এক্সাইড ব্যাটারির এই বিজ্ঞাপনও শোরগোল ফেলে দিয়েছিল আম-জনতার মধ্যে। ১৯৩৯ সালে বেরিয়েছিল এই বিজ্ঞাপনও।
3 / 12
এই বিজ্ঞাপনও বেরিয়েছিল যুগান্তর পত্রিকায়। ১৯৩৯ সালেই দেওয়া হয়েছিল ইঞ্জিন বিড়ির এই বিজ্ঞাপন।
4 / 12
১৯৩৯ সালে যুগান্তরে প্রকাশিত হয়েছিল ডানলপের এই বিজ্ঞাপন।
5 / 12
১৯৪৭ সালে দেশ পত্রিকায় জায়গায় পেয়েছিল ক্যারাভানের এই বিজ্ঞাপন।
6 / 12
ওই বছরই ক্যারাভানের আরও একটি বিজ্ঞাপন জায়গা পেয়েছিল দেশ পত্রিকায়।
7 / 12
আজও জনপ্রিয়তার শীর্ষে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৯৪৭ সালে দেশ পত্রিকায় বেরিয়েছিল দুলালের তালমিছরির এই বিজ্ঞাপন।
8 / 12
ওই বছরই দেশ পত্রিকায় বেরিয়েছিল ভিনোলিয়া সাবানের এই বিজ্ঞাপন।
9 / 12
সাতচল্লিশে দেশ পত্রিকায় বেরিয়েছিল KOLYNOS এর বিজ্ঞাপন।
10 / 12
আজ তো একেবারেই বদলেছে রূপ। কিন্তু, সমান জনপ্রিয় ছিল ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কালেও। দেশ পত্রিকায় বেরিয়েছিল Bourn-Vita এর বিজ্ঞাপন।
11 / 12
ওই বছরেই যুগান্তে বেরিয়েছিল বোরোলিনের এই বিজ্ঞাপন। যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল আম-জনতার মধ্যে।
12 / 12
প্রকাশ্যে বন্দুকের বিজ্ঞাপন। ভাবতে পারছেন! ওই সময়ই যুগান্তরেই বেরিয়েছিল এই বিজ্ঞাপন।