AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

South India: এ যেন স্বর্গের উপত্যকা! গরমে ঘুরে আসুন দক্ষিণ ভারতের অজানা-অদেখা এই ৫ জায়গায়

Mountain Destinations in South India: পাহাড় যদি আপনার প্রথম পছন্দ হয়, তাহলে উত্তরের হিমালয়ের বিভিন্ন পাহাড়ি উপত্যকা হবে তালিকার প্রথম দিকে। অন্যদিকে দক্ষিণ ভারত বলতেই মাথায় আসে ব্যাক ওয়াটার ও নীল সমুদ্র সৈকত।

| Edited By: | Updated on: Apr 19, 2022 | 9:53 PM
Share
পাহাড় যদি আপনার প্রথম পছন্দ হয়, তাহলে উত্তরের হিমালয়ের বিভিন্ন পাহাড়ি উপত্যকা হবে তালিকার প্রথম দিকে। অন্যদিকে দক্ষিণ ভারত বলতেই মাথায় আসে ব্যাক ওয়াটার ও নীল সমুদ্র সৈকত।

পাহাড় যদি আপনার প্রথম পছন্দ হয়, তাহলে উত্তরের হিমালয়ের বিভিন্ন পাহাড়ি উপত্যকা হবে তালিকার প্রথম দিকে। অন্যদিকে দক্ষিণ ভারত বলতেই মাথায় আসে ব্যাক ওয়াটার ও নীল সমুদ্র সৈকত।

1 / 7
গরমে অল্প সময়ের জন্য কথায় শান্তিতে সময় কাটাতে চান? পরিবার বা পার্টনারকে সঙ্গী করে নৈসর্গিক গন্তব্য়ের খোঁজে থাকেন, তাহলে চলে যান দক্ষিণ ভারতের নাম-না জানা এই পাঁচ অসাধারণ জায়গায়।

গরমে অল্প সময়ের জন্য কথায় শান্তিতে সময় কাটাতে চান? পরিবার বা পার্টনারকে সঙ্গী করে নৈসর্গিক গন্তব্য়ের খোঁজে থাকেন, তাহলে চলে যান দক্ষিণ ভারতের নাম-না জানা এই পাঁচ অসাধারণ জায়গায়।

2 / 7
সক্লেশপুর, কর্ণাটক- নন্দী পাহাড়ের গায়ে ছোট্ট একটি গ্রাম। কর্ণাটকের সুইত্‍জারল্যান্ড নামে পরিচিত এই জায়গাটি হাসানের প্রায় ৯৫৬মিটিরা উচ্চতায় অবস্থিত। পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশে বৈচিত্রময় উদ্ভিদ ও প্রাণীজগত দেখতে ঘুরে আসতে পারেন।

সক্লেশপুর, কর্ণাটক- নন্দী পাহাড়ের গায়ে ছোট্ট একটি গ্রাম। কর্ণাটকের সুইত্‍জারল্যান্ড নামে পরিচিত এই জায়গাটি হাসানের প্রায় ৯৫৬মিটিরা উচ্চতায় অবস্থিত। পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশে বৈচিত্রময় উদ্ভিদ ও প্রাণীজগত দেখতে ঘুরে আসতে পারেন।

3 / 7
ভালপারাই, তামিলনাড়ু- আনাইমালাই পাহাড়ে মাঝে অবস্থিত  ভালপারাই পাহাড়। সেখানেই রয়েছে আনাইমালাই টাইগার রিজার্ভ। হাতি, গণ্ডার, নীলগাই দ্বারা বেষ্টিত ও সবুজ চা বাগান বিস্তৃত এই হিল স্টেশনটি শিশুদের জন্য উপযুক্ত জায়গা।

ভালপারাই, তামিলনাড়ু- আনাইমালাই পাহাড়ে মাঝে অবস্থিত ভালপারাই পাহাড়। সেখানেই রয়েছে আনাইমালাই টাইগার রিজার্ভ। হাতি, গণ্ডার, নীলগাই দ্বারা বেষ্টিত ও সবুজ চা বাগান বিস্তৃত এই হিল স্টেশনটি শিশুদের জন্য উপযুক্ত জায়গা।

4 / 7
দেবিকুলুম, কেরালা- মুন্নার দেখার পরিকল্পনা করছেন? মুন্নারের নৈসর্গিক দৃশ্য দেখার জন্য ঝাঁপিয়ে পড়েন অধিকাংশ। পর্যটকদের ভিড় এড়াতে ঘুরে আসুন দেবীকুলুমে। এর অর্থ হল দেবীর হ্রদ। সবুজে ঘেরা এক চিলতে নীল রঙা হ্রদ রয়েছে এখানে। বিস্তৃত চা বাগান, মশলার বাগানও ঘুরে আসতে পারেন। কাছাকাছি রয়েছে চিন্নার বন্যপ্রাণী অভয়ারণ্য।

দেবিকুলুম, কেরালা- মুন্নার দেখার পরিকল্পনা করছেন? মুন্নারের নৈসর্গিক দৃশ্য দেখার জন্য ঝাঁপিয়ে পড়েন অধিকাংশ। পর্যটকদের ভিড় এড়াতে ঘুরে আসুন দেবীকুলুমে। এর অর্থ হল দেবীর হ্রদ। সবুজে ঘেরা এক চিলতে নীল রঙা হ্রদ রয়েছে এখানে। বিস্তৃত চা বাগান, মশলার বাগানও ঘুরে আসতে পারেন। কাছাকাছি রয়েছে চিন্নার বন্যপ্রাণী অভয়ারণ্য।

5 / 7
পাপি হিলস, অন্ধ্রপ্রদেশ- এই রাজ্যের রাজমুন্দ্রিতে অবস্থিত পাপি পাহাড়টি পাপিকোন্ডা জাতীয় উদ্যানে অবস্থিত। এর মধ্য দিয়েই বয়ে গিয়েছে গোদাবরী নদী। যার ফলে পুরো দৃশ্যটাই এক স্বর্গের মতো দেখতে লাগে।

পাপি হিলস, অন্ধ্রপ্রদেশ- এই রাজ্যের রাজমুন্দ্রিতে অবস্থিত পাপি পাহাড়টি পাপিকোন্ডা জাতীয় উদ্যানে অবস্থিত। এর মধ্য দিয়েই বয়ে গিয়েছে গোদাবরী নদী। যার ফলে পুরো দৃশ্যটাই এক স্বর্গের মতো দেখতে লাগে।

6 / 7
পোনমুডি, কেরালা- কেরালার ত্রিভান্দ্রম জেলায় অবস্থিত পোনমুডিকে অনেকেই গোল্ডেন হিল বা গোল্ডেন পিক বলে থাকেন। ১১০০ মিটার উচ্চতায় অবস্থিত এই জায়গাটি দিনের অধিকাংশ সময়ই কুয়াশায় ঢেকে থাকে। এর মধ্যেই লুকিয়ে থাকে পশ্তিমঘাট পর্বতমালার অসাধারণ প্রাকৃতিক দৃশ্য।

পোনমুডি, কেরালা- কেরালার ত্রিভান্দ্রম জেলায় অবস্থিত পোনমুডিকে অনেকেই গোল্ডেন হিল বা গোল্ডেন পিক বলে থাকেন। ১১০০ মিটার উচ্চতায় অবস্থিত এই জায়গাটি দিনের অধিকাংশ সময়ই কুয়াশায় ঢেকে থাকে। এর মধ্যেই লুকিয়ে থাকে পশ্তিমঘাট পর্বতমালার অসাধারণ প্রাকৃতিক দৃশ্য।

7 / 7