Massive Hair Fall: শ্যাম্পুতেও যখন কমছে না চুল পড়া, কাজে লাগান এই ২ আয়ুর্বেদিক টোটকা
megha |
Aug 10, 2024 | 5:07 PM
Ayurvedic Remedies: যে হারে চুল উঠছে, মাথায় টাক দেখা যাবে আর কয়েক দিন পড়েই। অঝোরে চুল পড়া দেখে বুঝতেই পারছেন যে, চুলের স্বাস্থ্য এক্কেবারেই ভাল নেই। কিন্তু কী করবেন সেটাও জানা নেই। আয়ুর্বেদের সাহায্যেও আপনি চুলের সমস্যাকে দূরে রাখতে পারেন।
1 / 8
যে হারে চুল উঠছে, মাথায় টাক দেখা যাবে আর কয়েক দিন পড়েই। অঝোরে চুল পড়া দেখে বুঝতেই পারছেন যে, চুলের স্বাস্থ্য এক্কেবারেই ভাল নেই। কিন্তু কী করবেন সেটাও জানা নেই।
2 / 8
চুল পড়ার একাধিক কারণ থাকতে পারে। দেহে ভিটামিন ও মিনারেলের অভাব, পেটের গণ্ডগোল, হরমোনের ভারসাম্যহীনতা, চুলে অত্যধিক পরিমাণে রাসায়নিক ও তাপ প্রয়োগ—যে কোনও কারণেই চুল উঠতে পারে।
3 / 8
চুলের সমস্যাকে প্রতিরোধ করতে বার বার শ্যাম্পু, তেল বদলানোর দরকার নেই। আয়ুর্বেদের সাহায্যেও আপনি চুলের সমস্যাকে দূরে রাখতে পারেন। চুল পড়াকে বন্ধ করতে আয়ুর্বেদিক টোটকা দুর্দান্ত ফল দেয়।
4 / 8
আয়ুর্বেদে প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের দেখভাল করা হয়। এতে যেমন চুলের সমস্যা কমে, তেমনই নতুন চুল গজিয়ে ওঠে। চুলের গোড়া শক্ত হয় এবং চুল পড়া কমে।
5 / 8
চুলের সমস্যা দূর করতে আমলকির সাহায্য নিন। আমলকির মধ্যে থাকা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড চুলের ফলিকলকে মজবুত করে, চুল পড়া কমায় এবং চুলের অকাল পক্কতা প্রতিরোধ করে।
6 / 8
চুলের যত্নে আমলকির হেয়ার প্যাক ব্যবহার করুন। বাজার থেকে আমলকির গুঁড়ো কিনে আনুন। আমলকির গুঁড়োর সঙ্গে লেবুর রস ও টক দই মিশিয়ে মাথায় মাখুন। এক ঘণ্টা অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে নিন।
7 / 8
চুলের যত্নে দুর্দান্ত কাজ করে ভৃঙ্গরাজ। চুলের যত্নে ভৃঙ্গরাজের তেল ব্যবহার করতে পারেন। স্ক্যাল্পে ভৃঙ্গরাজ তেল মালিশ করলে রক্ত সঞ্চালন উন্নত হয়। এর জেরে চুল পড়ার সমস্যা সহজেই এড়ানো যায়।
8 / 8
এক মুঠো ভৃঙ্গরাজের পাতা নিন। সেগুলো রোদে শুকিয়ে নিন। এক নারকেল তেলের মধ্যে শুকনো ভৃঙ্গরাজের পাতা ভিজিয়ে রাখুন। কাচের জারে রাখতে পারেন। ওই জারটা রোদে বসিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে ভৃঙ্গরাজের তেল। নিয়মিত চুলে মালিশ করুন ভৃঙ্গরাজের তেল।