
ঘন ঘন নখের রং বদলানোর অভ্যাস অনেকেরই। একেক একেক দিন পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে থাকতে হবে নেলপলিশের রঙের।

কিন্তু বার বার রিমুভার দিয়ে নেলপলিশ তোলা বেশ ঝক্কির কাজ। সঙ্গে খুব ঘন ঘন রিমুভার ব্যবহার করলে নখের উপরে তার প্রভাব পড়ে।

অনেক সময় নখের উপরে রিমুভারের রাসায়নিকের প্রভাবে হলদেটে ছাপ পড়ে যায়। আবার নখ নরম হয়ে গিয়ে ভেঙেও যায়। তাই সেই উপায় এড়িয়ে যাওয়াই ভাল।

বরং তার বদলে ভরসা রাখুন ঘরোয়া টোটকায়। এতে ভাল থাকবে নখের স্বাস্থ্য হলুদ ছাপ পড়া থেকেও বেঁচে যাবেন। রইল ৪ টিপস।

ঈষদ উষ্ণ গরম জলে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে দিন। তার সঙ্গে মিশিয়ে নিন তরল সাবান। এবার তিন থেকে পাঁচ মিনিট এই জলে হাত ডুবিয়ে বসে থাকুন। তার পরে লেবুর খোসা দিয়ে আলতো করে নখের উপর ঘষে নিন। দেখবেন গাঢ় রঙই হোক ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে।

উষ্ণ গরম জলে কয়েক ফোঁটা অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে নিন। সেই জলে নখ ডুবিয়ে মিনিট কুড়ি রাখুন। এবার হাত বার করে লেবুর খোসা দিয়ে ভাল করে ঘষে নিন। সহজেই উঠে যাবে নেলপলিশ।

সেদ্ধ আলুর খোসার সঙ্গে লেবু আর চিনি রস মিশিয়ে নখে লাগান। এবার তুলোর সাহায্যে ঘষে নিন। আলতো করে ঘষবেন বেশি চাপ দেবেন না। দেখবেন চকচক করছে নখ।

ছানা কাটিয়ে সেই জলে লেবুর রস মিশিয়ে তুলোয় করে নিয়ে নখের উপর আলতো করে ঘষুন। দেখবেন সব রং পরিষ্কার হয়ে যাবে।