Acne-causing foods: রোজকারের এই ৫ খাবার খেলে কোনওদিনও কমবে না মুখের ব্রণ
megha |
Jun 26, 2024 | 4:50 PM
Lifestyle Tips: বিশ্ব জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মানুষ ব্রণর সমস্যায় নাজেহাল। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, হরমোনের ভারসাম্যহীনতা ও লাইফস্টাইলের জেরে ব্রণ বাড়তে থাকে। রোজকার জীবনে আমরা এমন ৫ ধরনের খাবার খাই, যা ব্রণর জন্য দায়ী।
1 / 8
বিশ্ব জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মানুষ ব্রণর সমস্যায় নাজেহাল। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, হরমোনের ভারসাম্যহীনতা ও লাইফস্টাইলের জেরে ব্রণ বাড়তে থাকে।
2 / 8
অধিকাংশ মানুষই ব্রণ তাড়াতে স্কিন কেয়ারের উপর জোর দেন। কিন্তু আসল সমাধান লুকিয়ে আপনার খাবার। ভুল খাদ্যাভ্যাসের জেরেও কিন্তু ব্রণ হয়।
3 / 8
রোজকার জীবনে আমরা এমন ৫ ধরনের খাবার খাই, যা ব্রণর জন্য দায়ী। ব্রণ এড়াতে গেলে পুষ্টিকর খাবার ও প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর কোন খাবারগুলো ছুঁয়ে দেখবেন না, জেনে নিন।
4 / 8
পরিশোধিত ময়দা ও চিনির তৈরি খাবার ব্রণর যদি দায়ী। পাউরুটি, ডেজার্ট, সন্দেশ, মিষ্টি খাবারে পরিশোধিত কার্বোহাইড্রেট রয়েছে, যা ব্রণর সমস্যা বাড়িয়ে তোলে। ব্রণ থেকে মুক্তি পেতে এগুলো খাওয়া বন্ধ করুন।
5 / 8
দুধ ও দুগ্ধজাত পণ্য স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু ব্রণর সমস্যায় ভুগলে দুধের তৈরি খাবার এড়িয়ে চলুন। বিশেষত, দুধ খেলে ব্রণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
6 / 8
বার্গার, নাগেট, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিংক্স, মিল্কশেকের মতো ফাস্ট ফুড ত্বকে ব্রণর সমস্যা বাড়িয়ে তোলে। অস্বাস্থ্যকর খাবার হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং ব্রণর সমস্যা বাড়িয়ে তোলে।
7 / 8
ত্বকের জন্য চকোলেট উপকারী। চকোলেটের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বকের অকাল বার্ধক্য প্রতিরোধ করে। কিন্তু ব্রণ পিছনে দায়ী হতে পারে চকোলেট।
8 / 8
ব্রণর পিছনে মদ্যপানও দায়ী। অ্যালকোহল ত্বকের সমস্যা বাড়িয়ে তোলে। ত্বককে ডিহাইড্রেটেড করে দেয় অ্যালকোহল। ব্রণর সমস্যা এড়াতে গেলে মদ্যপান থেকে দূরে থাকুন।