Coconut Oil for Hair: খুশকি, ফ্রিজিনেস, চুল পড়া নিয়ে নাজেহাল? সমাধান কিন্তু একটাই
megha |
Jun 07, 2024 | 6:11 PM
Hair Care Tips: তেলে চুল তাজা—এ কথা অনেকেরই জানা। কিন্তু কোন তেল ব্যবহার করলে সবচেয়ে ভাল উপকার পাওয়া যায়, এ নিয়ে অনেকের মনেরি দ্বন্ধ থাকে। হাতের কাছে নারকেল তেল থাকতে অন্য হেয়ার অয়েলের খোঁজ করছেন কেন? চুলের যত্নে সেরা ফল দেয় নারকেল তেল।
1 / 8
তেলে চুল তাজা—এ কথা অনেকেরই জানা। কিন্তু কোন তেল ব্যবহার করলে সবচেয়ে ভাল উপকার পাওয়া যায়, এ নিয়ে অনেকের মনেরি দ্বন্ধ থাকে। হাতের কাছে নারকেল তেল থাকতে অন্য হেয়ার অয়েলের খোঁজ করছেন কেন?
2 / 8
চুলের যত্নে সেরা ফল দেয় নারকেল তেল। নারকেল তেল চুলকে আর্দ্রতা জোগায়। চুলের উপর ডিপ কন্ডিশনার হিসেবে কাজ করে নারকেল তেল।
3 / 8
চুলে জট পড়েছে? জট পড়া চুলে চিরুনি চালালে মুঠো মুঠো চুল ওঠে। নিয়মিত চুলে নারকেল তেল মাখলে জট পড়বে না। আর জট ছাড়ানোর জন্যও চুলে নারকেল তেল মেখে চিরুনি আঁচড়ান। জট ছেড়ে যাবে দু'মিনিটে।
4 / 8
খুশকির সমস্যায় ভুগলেও কাজে আসবে এই নারকেল তেল। নারকেল তেল স্ক্যাল্পে আর্দ্রতা জোগায়। কমায় চুলকানির সমস্যা। খুশকি দূর করতে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মাথায় নারকেল তেল মাখুন।
5 / 8
নিয়মিত মাথায় নারকেল তেল মালিশ করলে চুলের গোড়া মজবুত হয়। এতে চুল পড়ার সমস্যা কমে। এছাড়া নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন নতুন চুল গজাতেও সাহায্য করে।
6 / 8
চুলকে সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মির হাত থেকে বাঁচাতে নারকেল তেল ব্যবহার করুন। রোদে বেরোনোর আগে ২ ফোঁটা নারকেল তেল নিয়ে চুলে মেখে নিন। এতেই পাবেন ঝলমলে চুল।
7 / 8
কোনওভাবেই চুলের ফ্রিজিনেসকে প্রতিরোধ করতে পারছেন না? রোজ নারকেল তেল দিয়ে চুল ও স্ক্যাল্প মালিশ করুন। এই তেল আপনার চুলের শুষ্কভাবকে প্রতিরোধ করবে। বশ করবে উড়ো চুলকে।
8 / 8
রোজ রাতে ঘুমোতে যাওয়া আগে স্ক্যাল্প ও চুলে নারকেল তেল মালিশ করুন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগেও চুলে নারকেল তেল মালিশ করতে পারেন। শুধু নারকেল তেল ব্যবহারের আগে এটি অল্প করে গরম করে নিন।