Sleep Problem: রাতে বারবার ঘুম ভেঙে যায়? সারাদিন ধরে এই ৬ খাবার খান
megha |
Jun 13, 2024 | 4:10 PM
Foods for Good Sleep: রাতে ভাল ঘুম না হলে, বার বার ঘুম ভেঙে গেলে কিন্তু মুশকিল। অনিদ্রার সমস্যা থাকলে স্বাস্থ্যের ক্ষতি। রাতে ৭-৮ ঘণ্টা ঘুম না হলে মানসিক অবসাদ, রক্তচাপ, ডায়াবেটিসের মতো ক্রনিক অসুখের ঝুঁকি বাড়ে। খাওয়া-দাওয়ার মাধ্যমেও আপনি ঘুমের সমস্যা দূর করতে পারেন।
1 / 8
রাতে ভাল ঘুম না হলে, বার বার ঘুম ভেঙে গেলে কিন্তু মুশকিল। অনিদ্রার সমস্যা থাকলে স্বাস্থ্যের ক্ষতি। রাতে ৭-৮ ঘণ্টা ঘুম না হলে মানসিক অবসাদ, রক্তচাপ, ডায়াবেটিসের মতো ক্রনিক অসুখের ঝুঁকি বাড়ে।
2 / 8
পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। ঘুমের অভাবে স্ট্রেস হরমোন বাড়তে পারে। তাই রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন
3 / 8
ব্রেকফাস্টে ওটস খান। ওটস ঘুমের মান উন্নত করে। এতে উচ্চ পরিমাণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ও ফাইবার রয়েছে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং অনিদ্রার সমস্যা দূর করে।
4 / 8
কলার মধ্যে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে। এগুলো পেশিকে শিথিল করতে সাহায্য করে। এছাড়া কলার মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড সেরোটোনিন ও মেলাটোনিনে পরিণত হয়, যা মানসিক চাপ কমাতে এবং ঘুমের মান উন্নত করে।
5 / 8
মাছের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি ঘুমের সমস্যা দূর করার পাশাপাশি শারীরিক প্রদাহ কমায়। এছাড়াও সামুদ্রিক মাছের মধ্যে ভিটামিন ডি রয়েছে, যা ঘুমের জন্য জরুরি।
6 / 8
রোজ এক মুঠো করে ভেজানো আমন্ড খান। আমন্ডের মধ্যে উচ্চ পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে, যা ঘুমের মান উন্নত করতে সাহায্য করে। এছাড়া পেশির চাপ কমাতে, বিশ্রাম নিতে সাহায্য করে।
7 / 8
বেরিজাতীয় ফলের মধ্যে মেলাটোনিন রয়েছে। এই হরমোন ঘুমের চক্রকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে চেরির জুস খান। এতে গভীর ঘুম হবে।
8 / 8
রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্যামোমাইলের চা খান। ক্যামোমাইলের চা মানসিক চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা দূর করে। পাশাপাশি বদহজমের সমস্যাও দূর করতে ক্যামোমাইলের চা।