Natural Ingredient for Skin: মুখে নামী ক্রিম না ঘষে এই ৭ প্রাকৃতিক উপাদানের সাহায্য নিন, জেল্লা ফেটে পড়বে দু’দিনে
megha |
Jul 17, 2024 | 2:06 PM
Natural Remedies for Glowing Skin: মুখে দামী ক্রিম মাখলেই কিন্তু ত্বক চকচক করে না। ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেই সবচেয়ে ভাল ফল পাওয়া যায়। কিন্তু কোন উপাদানগুলো ব্যবহার করবেন? রইল টিপস।
1 / 8
মুখে দামী ক্রিম মাখলেই কিন্তু ত্বক চকচক করে না। ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেই সবচেয়ে ভাল ফল পাওয়া যায়। কিন্তু কোন উপাদানগুলো ব্যবহার করবেন? রইল টিপস।
2 / 8
ময়েশ্চারাইজার হিসেবে বেছে নিন তাজা অ্যালোভেরা জেল। এই প্রাকৃতিক উপাদানের মধ্যে ভিটামিন এ, সি, ই এবং বি১২ রয়েছে। এটি ত্বকের কোষকে পুনরুদ্ধার করে, প্রদাহ কমায় এবং আর্দ্রতা ধরে রাখে।
3 / 8
মধু ত্বককে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে। মধুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের স্বাস্থ্য গঠনে সাহায্য করে। আর মধুর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ব্রণ কমাতে সাহায্য করে।
4 / 8
টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ত্বককে হাইড্রেট রাখে। এটি ত্বককে এক্সফোলিয়েট করে। নিয়মিত মুখে টক দই মাখলে বলিরেখা, দাগছোপের হাত থেকেও মুক্তি পাবেন।
5 / 8
গোলাপ জলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের অস্বস্তি ও লালচে ভাব কমায়। ত্বকে সতেজতা এনে দেয়। ত্বককে হাইড্রেটেড রাখে গোলাপ জল।
6 / 8
নারকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ত্বককে পুষ্টি জোগায় এবং ময়েশ্চারাইজ রাখে। এই তেলের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানও ত্বককে সংক্রমণের হাত থেকে দূরে রাখে।
7 / 8
ত্বককে বার্ধক্য ও একাধিক সমস্যার হাত থেকে দূরে রাখতে বেদানার রস ব্যবহার করুন। বেদানার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে, যা ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। ত্বককে বয়স কমিয়ে দেয় বেদানা।
8 / 8
পাকা পেঁপের মধ্যে পাপাইন রয়েছে, যা প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এই ফল ত্বক থেকে মরা কোষ পরিষ্কার করে, রোমকূপের মুখ বন্ধ করে এবং ত্বকের টোন উন্নত করে।