সায়ম কৃষ্ণ দেব
Aug 03, 2024 | 2:48 PM
বর্ষা মানেই ত্বকে চিটচিটে ভাব। সঙ্গে দাদ, চুলকানির মতো আরও নানা সমস্যা। তাই ত্বকের প্রয়োজন 'এক্সট্রা কেয়ার'। কিন্তু কোন উপায়ে ত্বকের যত্ন নেবেন তা ঠিক বুঝে উঠতে পারেন না অনেকেই। তবে চিন্তা নেই। বেহাল ত্বকের হাল ফেরানোর টিপস দিচ্ছেন বলি অভিনেত্রী।
প্রিয়ঙ্কা চোপড়ার রূপে ভোলেননি এমন পুরুষ মেলা দায়। যেমন তাঁর ক্যারিশ্মায় মুগ্ধ ৮ থেকে ৮০, পুরুষ থেকে মহিলা সকলে। প্রিয়ঙ্কার মতো ত্বক এবং বিশেষ করে ঠোঁটের অধিকারি হওয়া অনেক মহিলার স্বপ্ন।
তবে তার জন্য জানতে হবে প্রিয়ঙ্কা অপরূপ রূপের রহস্য। এই ভরা বর্ষাতেও কী ভাবে নিজের রূপের জেল্লান ধরে রাখবেন, ত্বকের যত্ন নেবেন এবার সেই কথাই জানালেন খোদ অভিনেত্রী।
আগে বেশ কিছু সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, ঘরোয়া টোটকাতেই রূপচর্চা করেন তিনি। বাজারচলতি প্রসাধনী তাঁর খুব একটা পছন্দ নয়, তাই চেষ্টা করেন কম ব্যবহার করার। সারাক্ষণ মেকআপ করতে হয় বলে, ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতেই বেশি স্বাছন্দ্য বোধ করেন তিনি।
বিশেষ করে বর্ষাকালে ত্বকের পরিচর্যায় তাঁর প্রধান ভরসা ঘরোয়া উপকরণেই। রান্নাঘরে মজুত করা উপাদানই প্রিয়ঙ্কার রূপচর্চার সামগ্রী। এই বর্ষায় ঠোঁটের যত্ন, ত্বকের খেয়াল আর শরীরের ট্যান তোলার উপায় বলে দিয়েছেন প্রিয়ঙ্কা।
আসলে বর্ষায় ঠোঁট শুকিয়ে যায়। শুষ্ক ঠোঁটের অস্বস্তি এড়াতে অনেকেই লিপবাম ব্যবহার করেন। কিন্তু তিনি তা করেন না। ঠোঁটের যত্নআত্তি করতে ঘরেই প্যাক বানিয়ে নেন তিনি। গোলাপ জল, গ্লিসারিন আর সৈন্ধব লবণ মিশিয়ে একটি পেস্ট তৈরি করে, সেটা ঠোঁটে স্ক্রাবার হিসাবে ব্যবহার করেন অভিনেত্রী।
রাস্তা ঘাটে বেশি ঘোরাঘুরি করলে দসারা শরীরে ট্যান পড়ে যায়। এই ট্যান তোলার উপায় বাতলেছেন প্রিয়ঙ্কা। শরীরের ট্যান দূর করতে বাড়িতেই টক দই, চন্দনের গুঁড়ো, হলুদ একসঙ্গে পেস্ট করে বানিয়ে নেন বিশেষ প্যাক। সেটি ব্যবহার করলেই ট্যান দূরে চলে যাবে।
বর্ষায় বাতাসের আর্দ্রতা এবং ঘাম একসঙ্গে মাথার ত্বক চিটচিটে করে তোলে। ফলে একটানা একটা অস্বস্তি হতেই থাকে। কিন্তু দই, মধু, ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ব্যবহার করলে সেই অস্বস্তির অবসান হতে পারে। প্রিয়ঙ্কা নিজেও এই প্যাক ব্যবহার করেন।