চারটে মাঝারি সাইজের আলু খোসা না ছাড়িয়েই ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এবার তা জলে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট।
আগের রাতে ছোলার ডাল ২৫০ গ্রাম ধুয়ে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পরিমাণ মতো জল, নুন, হলুদ গুঁড়ো আর কাঁচালঙ্কা দিয়ে ডাল সেদ্ধ করে নিতে হবে। ডাল যেন গলে না যায়
শুকনো খোলায় ১ চামচ গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, দুটো এলাচ, দারচিনি দিয়ে ভাল করে ভেজে নিন। এবার তা ঠান্ডা করে গুঁড়ো করে নিন।
কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, একটু হিং, গ্রেট করে নেওয়া আদা দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিন। এর মধ্যে আলু দিয়ে দু মিনিটের জন্য ভেজে নিতে হবে।
আলুর মধ্যে নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে অল্প করে জল দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা ভাল করে কষে এলে চাপা দিয়ে রাখুন।
আলু সেদ্ধ হয়ে আসলে ভাজা মশলা দিয়ে মিশিয়ে নিতে হবে ভাল করে। সেদ্ধ করে রাখা ছোলার ডাল এর মধ্যে মিশিয়ে দিন। এককাপ জল দিন।
সব ভাল করে মিশে ফুটে উঠলে ওর মধ্যে তিনটে কাঁচালঙ্কা দিয়ে দিতে হবে। সব ভাল করে সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা মশলা আর এক চামচ চিনি মিশিয়ে দিন।
এই তরকারি মাখা মাখা হয়ে এলে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। গরম গরম হিং এর কচুরি বা লুচির সঙ্গে পরিবেশন করুন।