Camphor: পুজোয় ব্যবহৃত কর্পূর ত্বকে মাখলে কী উপকার মিলবে জানেন?

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 12, 2023 | 8:36 AM

Skin Care Tips: পুজো উপলক্ষে অনেকেই কর্পূর জ্বালান বাড়িতে। কর্পূরের গন্ধে মন ভাল হয়ে যায়। আর যদি কর্পূর তেল ব্যবহার করেন, তাহলে আরও উপকারিতা পাবেন ত্বক, চুল ও স্বাস্থ্যে। বিশেষত ত্বকের উপর কর্পূর ব্যবহারে হাজারো উপকারিতা পাওয়া যায়।

1 / 8
আজ কালীপুজো। আলোর রোশনার সেজে উঠবে গোটা দেশ। দীপাবলি উপলক্ষে অনেকেই বাজিও পোড়াবেন। বাজির ধোঁয়ায় বাড়বে বায়ুদূষণ। তার বদলে বাড়িতে কর্পূর জ্বালাতে পারেন।

আজ কালীপুজো। আলোর রোশনার সেজে উঠবে গোটা দেশ। দীপাবলি উপলক্ষে অনেকেই বাজিও পোড়াবেন। বাজির ধোঁয়ায় বাড়বে বায়ুদূষণ। তার বদলে বাড়িতে কর্পূর জ্বালাতে পারেন।

2 / 8
পুজো উপলক্ষে অনেকেই কর্পূর জ্বালান বাড়িতে। কর্পূরের গন্ধে মন ভাল হয়ে যায়। আর যদি কর্পূর তেল ব্যবহার করেন, তাহলে আরও উপকারিতা পাবেন ত্বক, চুল ও স্বাস্থ্যে। বিশেষত ত্বকের উপর কর্পূর ব্যবহারে হাজারো উপকারিতা পাওয়া যায়।

পুজো উপলক্ষে অনেকেই কর্পূর জ্বালান বাড়িতে। কর্পূরের গন্ধে মন ভাল হয়ে যায়। আর যদি কর্পূর তেল ব্যবহার করেন, তাহলে আরও উপকারিতা পাবেন ত্বক, চুল ও স্বাস্থ্যে। বিশেষত ত্বকের উপর কর্পূর ব্যবহারে হাজারো উপকারিতা পাওয়া যায়।

3 / 8
ত্বকের যত্নে কর্পূর দারুণ উপযোগী। চুলকানি, র‍্যাশের সমস্যা দূর করতে কর্পূরের জুড়ি মেলা ভার। কর্পূরের মধ্যে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। 

ত্বকের যত্নে কর্পূর দারুণ উপযোগী। চুলকানি, র‍্যাশের সমস্যা দূর করতে কর্পূরের জুড়ি মেলা ভার। কর্পূরের মধ্যে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। 

4 / 8
রান্না করতে গিয়ে আঙুল পুড়ে গিয়েছে? ত্বক জ্বলছে? মধুর সঙ্গে কর্পূরের গুঁড়ো মিশিয়ে পোড়া জায়গার উপর লাগান। এটি ক্ষত স্থানে অয়েন্টমেন্টের কাজ করবে। প্রয়োজনে জলের কর্পূর গুলেও ত্বকের উপর লাগাতে পারেন। এতে পোড়ার দাগ মিলিয়ে যাবে।

রান্না করতে গিয়ে আঙুল পুড়ে গিয়েছে? ত্বক জ্বলছে? মধুর সঙ্গে কর্পূরের গুঁড়ো মিশিয়ে পোড়া জায়গার উপর লাগান। এটি ক্ষত স্থানে অয়েন্টমেন্টের কাজ করবে। প্রয়োজনে জলের কর্পূর গুলেও ত্বকের উপর লাগাতে পারেন। এতে পোড়ার দাগ মিলিয়ে যাবে।

5 / 8
ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে কর্পূর। কর্পূরের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এটি ব্রণর ব্যথা ও ফোলাভাব কমিয়ে দেয়। ব্রণর চিকিৎসাতেও আপনি কর্পূরের সাহায্য নিতে পারেন। 

ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে কর্পূর। কর্পূরের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এটি ব্রণর ব্যথা ও ফোলাভাব কমিয়ে দেয়। ব্রণর চিকিৎসাতেও আপনি কর্পূরের সাহায্য নিতে পারেন। 

6 / 8
শীতকাল আসছে। এই সময় গোড়ালি ফাটার সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। এক্ষেত্রে কাজ আসবে কর্পূর। কর্পূর ভেজানো জলে পায়ের পাতা  ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এটি আপনার পা'কে স্ক্রাব করবে। এরপর অবশ্যই পায়ে পেট্রোলিয়াম জেলি বা ময়েশ্চারাইজার মেখে নেবেন। 

শীতকাল আসছে। এই সময় গোড়ালি ফাটার সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। এক্ষেত্রে কাজ আসবে কর্পূর। কর্পূর ভেজানো জলে পায়ের পাতা  ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এটি আপনার পা'কে স্ক্রাব করবে। এরপর অবশ্যই পায়ে পেট্রোলিয়াম জেলি বা ময়েশ্চারাইজার মেখে নেবেন। 

7 / 8
পায়ের নখের কোণে সংক্রমণ? এর জেরে আঙুলে ব্যথা হচ্ছে? কর্পূরের তেল নখের সংক্রমণ কমাতে সহায়ক। কারণ এই উপাদানের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাঙ্গাল উপাদান। 

পায়ের নখের কোণে সংক্রমণ? এর জেরে আঙুলে ব্যথা হচ্ছে? কর্পূরের তেল নখের সংক্রমণ কমাতে সহায়ক। কারণ এই উপাদানের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাঙ্গাল উপাদান। 

8 / 8
চুলের সমস্যা দূর করতেও সহায়ক কর্পূর। শীতকালে খুশকি, স্ক্যাল্পে চুলকানির সমস্যা থেকে মুক্তি দেয় কর্পূর। নারকেল তেলের সঙ্গে কর্পূরের তেল মিশিয়ে মাখতে পারেন। তারপর অবশ্যই শ্যাম্পু করে নেবেন। 

চুলের সমস্যা দূর করতেও সহায়ক কর্পূর। শীতকালে খুশকি, স্ক্যাল্পে চুলকানির সমস্যা থেকে মুক্তি দেয় কর্পূর। নারকেল তেলের সঙ্গে কর্পূরের তেল মিশিয়ে মাখতে পারেন। তারপর অবশ্যই শ্যাম্পু করে নেবেন। 

Next Photo Gallery