
তেলেতেল ত্বক, ব্রণ—এগুলোই একমাত্র তৈলাক্ত ত্বকের সমস্যা নয়। শীত এলেই বাড়ে ওপেন পোরসের সমস্যা। ত্বকের ছিদ্রের আকার বড় হয়ে যাবে এবং তেলের পরিমাণ বাড়তে থাকে।

ত্বকে ওপেন পোরসের সমস্যা থাকলে এতে তেল ও ধুলোবালি জমতে থাকে। আর তখনই ব্রণর সমস্যা বাড়ে। পাশাপাশি ত্বক নিস্তেজ ও ক্লান্তু দেখায়। এটি কেড়ে নেয় আপনার সৌন্দর্য।

সামনেই দীপাবলি ও ভাইফোঁটা। তার কিছুপর থেকেই শুরু হয়ে যাবে ওয়েডিং সিজ়ন। বন্ধু-বান্ধব, ভাইবোনের বিয়ে লেগেই থাকবে। তাই এই ওপেন পোরসের সমস্যা অবিলম্বে দূর করতে হবে।

ত্বকের উন্মুক্ত ছিদ্র সঙ্কুচিত করতে প্রতিদিন ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং—এই তিন ধাপ মেনে চলতেই হবে। পাশাপাশি আপনি ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন, যা আপনার ত্বকের জেল্লাও ফুটিয়ে তুলবে।

সপ্তাহে দু-তিনবার মুখে হোমমেড ফেসপ্যাক ব্যবহার করুন। টক দইয়ের সঙ্গে বেসন ও এক চিমটে হলুদ মিশিয়ে ত্বকের উপর লাগান। এই ফেসপ্যাক ওপেন পোরসের পাশাপাশি ত্বকের তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করবে, ব্রণ ও দাগছোপ দূর করবে।

ওপেন পোরসের সমস্যা রাতারাতি দূর করতে মুখে ডিমের সাদা অংশ লাগিয়ে মিনিট দশেক বসে থাকুন। ডিমের সাদা অংশে ভিটামিন ও মিনারেল রয়েছে, যা ত্বককে পুষ্টি জোগায় এবং ত্বকের ছিদ্র সঙ্কুচিত করে।

ওপেন পোরসের সমস্যা দূর করতে মুখে টমেটো ঘষতে পারেন। টমেটোর মধ্যে লাইকোপেন নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের ছিদ্র সংকোচনে সাহায্য করে। পাশাপাশি মুখের সমস্ত দাগছোপ দূর করে ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে।

ওপেন পোরসের সমস্যা দূর করতে গেলে সপ্তাহে দু'বার ত্বক স্ক্রাব করা জরুরি। এক্ষেত্রে আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এই উপাদানটি ত্বকের প্রদাহ প্রতিরোধ করে এবং সেবাম ক্ষরণের পরিমাণ নিয়ন্ত্রণ করে।