Hair Care Tips: এই ফলের রস ২ বার লাগান, থাকবে না চুল পড়ার সমস্যা! ফিরবে শাইন
Hair Care Tips: চুলের যত্ন নিতে আমলকী ব্যবহার করা হয়। এতে থাকা উপাদান স্ক্যাল্প ভালো রাখতে এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। আমলকীর রসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা স্ক্যাল্পের ভিতরে কোলাজেনের উৎপাদন বাড়ায়।
1 / 8
চুল ভালো রাখতে স্ক্যাল্পের স্বাস্থ্য ভাল থাকা খুব জরুরী। গোড়ায় গলদ থাকলে চুলের সমস্যা পিছু ছাড়বে না। স্ক্যাল্প পরিষ্কার রাখলেই কিন্তু শুধু হল না, নজর দিতে হবে এর সুস্বাস্থ্যেও।
2 / 8
অনেকে নানা দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন। তবে সেগুলিতেও নানা রাসায়নিক ব্যবহার করা হয়। তাই অনেক সময় চুলের প্রাকৃতিক সৌন্দর্য্য নষ্ট হয়ে যায়। তাই চুলের যত্ন নিতে ভরসা রাখতে পারেন আমলকীতে।
3 / 8
প্রাচীনকাল থেকেই চুলের যত্ন নিতে আমলকী ব্যবহার করা হয়। এতে থাকা উপাদান স্ক্যাল্প ভালো রাখতে এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। আমলকীর রসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা স্ক্যাল্পের ভিতরে কোলাজেনের উৎপাদন বাড়ায়।
4 / 8
আমলকীতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা স্ক্যাল্পের ভিতরে ফ্রি ব়্যাডিকালসের বিরুদ্ধে লড়াই করে। স্ক্যাল্পে অক্সিডেটিভ স্ট্রেসের প্রভাবও পড়তে দেয় না।
5 / 8
স্ক্যাল্পের একাধিক সমস্যা নিয়ন্ত্রণে থাকে আমলকীর ব্যবহারে। আমলকীর রসে আছে নানা অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। যা নানা সংক্রমণের আশঙ্কাও কমায়। ফলে স্ক্যাল্প ও চুল ভালো থাকে।এতে থাকা ভিটামিন ই স্ক্যাল্পে পুষ্টির ঘাটতি মেটায়। আমলকী ব্যবহার করলে চুল পড়াও কমে।
6 / 8
ভালোভাবে ধুয়ে একটি পাত্রে দুই থেকে তিনটি আমলকী নিয়ে নিন। এবার সেগুলি কুচি কুচি করে কেটে বীজ আলাদা করে দিন। মিক্সিতে আমলকীর টুকরো পিষে নিন। সেই টুকরো সাদা সুতির কাপড়ে নিয়ে চেপে রস বের করে নিন।
7 / 8
আমলকীর রস আঙুলের সাহায্যে স্ক্যাল্পে লাগান। আলতো হাতে মাসাজ করুন অন্তত মিনিট ১০। তারপর অপেক্ষা করুন আরও এক ঘণ্টা। শেষে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু'দিন এই পদ্ধতি মেনে দেখুন।
8 / 8
আমলকীর রসে চুলে লাগালে চুল পড়া কমবে, ভিটামিন সি-এর ঘাটতি মিটবে, স্ক্যাল্পের সংক্রমণের আশঙ্কাও কমে। চুলের জৌলুস ফিরে আসে এবং গোড়া মজবুত হবে।