ঝকঝকে ত্বক পেতে কত টাকাই না খরচা করে চলেছেন। কিন্তু কিছুতেই লাভ পাচ্ছেন না। অথচ আপনার বাড়িতেই এমন একটি জিনিস আছে, যা ব্যবহার করলেই আপনার ত্বকে জেল্লা ফিরে আসবে।
নামী-দামী কসমেটিক্সের প্রোডাক্ট না কিনে ঘরোয়া উপায় যতটা সম্ভব ত্বককে সুস্থ রাখা কীভাবে সম্ভব, সেইদিকেই নজর দেওয়া দরকার। প্রাকৃতিকভাবে ত্বকের জেল্লা বৃদ্ধিতে কাঁচা দুধের বিকল্প নেই।
শুষ্ক বা রুক্ষ ত্বকের জন্য কাঁচা দুধ বেশ উপকারী। ত্বককে সতেজ রাখতে ক্লিনজিং, ময়শ্চারাইজিং, ক্লিনজিং পদ্ধতি বিশেষ জরুরি। সপ্তাহে একবার কাঁচা দুধ লাগালে ত্বকে বিরাট পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
প্রাকৃতিক ফেস ক্লিনজার, ময়শ্চারাইজার, স্কিন টোন হিসেবে দুধ অত্য়ন্ত উপকারী। ত্বকের যে কোনও সমস্যার সমাধান হিসেবে দুধ ব্যবহার করতে পারেন।
ত্বকের উপর থেকে ময়লা, ট্যান দূর করার জন্য দুধের মধ্যে তুলো ডুবিয়ে সারা মুখ, গলা, ঘাড়, হাতে ঘষলে তা পরিস্কার হয়ে যায়। এইভাবে ৮মিনিট ঘষলে ত্বক থেকে ট্যান, ময়লা পরিস্কার হয়ে যায়।
এবার প্রশ্ন হল কীভাবে কাঁচা দুধ ব্যবহার করবেন? শুষ্ক ত্বকের দেখভালের জন্য সারা মুখে কাঁচা দুধ লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আগের থেকে অনেক ঝকঝকে দেখাবে।
ফেসিয়াল প্যাক হিসেবে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। বাজারচলতি ফেস প্যাকের তুলনায় ঘরোয়া উপায়ে দুধের সঙ্গে মধু, বেসনের প্যাক বানিয়ে গোটা মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে শুকিয়ে গেলে গরম জল দিয়ে মুখটা ভাল করে স্ক্রাব করে ধুয়ে ফেলুন।
শুধু দিনের বেলাই নয়। ত্বকের রূপচর্চা রাতের বেলাতেও প্রয়োজন। প্রতিদিন শোবার আগে দুধে দুধের সর লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর, স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন। সতেজ ও উজ্জ্বলতা ফিরে পাবেন। তবে একদিনের ব্যবহারে তেমন পার্থক্য দেখতে পাবেন না।