Leafy Vegetables: বর্ষায় এভাবে শাকপাতা ধুয়ে নিয়ে রান্না করুন, সংক্রমণের ভয় আর থাকবে না
Kitchen Tips: বর্ষাকালে মাঠে-ঘাটে কাদা-জল জমে। সেখানে গজিয়ে ওঠা শাকে জীবাণু, ব্যাকটেরিয়াও জন্ম নেয়। সংক্রমণের ভয়েই বর্ষাকালে শাকপাতা খেতে চান না অনেকেই। তাই শাকপাতা পরিষ্কারের টিপস জেনে রাখা দরকার।