Saraswati puja 2024: বাসন পরিষ্কার to কুল না খাওয়া, সরস্বতী পুজোর বিশেষ এইসব কারণ আপনার জানা আছে তো
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Feb 09, 2024 | 9:00 AM
Basant Panchami : পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। সরস্বতীর প্রিয় ভোগ থেকে শুরু করে পুজোর বাসন পরিষ্কার, রইল কিছু টিপস। পুজোর সময়ই বাসন নামে তাই বাস ধুয়ে নিন এই ভাবে
1 / 8
মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর আরাধনা। এই দিনটি ছাত্র, সঙ্গীত এবং শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষ দিন মনে করা হয়। ছবি আঁকা, লেখা থেকে শুরু করে যে কোনও ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত সকলেরই আরাধ্যা তিনি
2 / 8
মাঘ শুক্ল পঞ্চমী তিথি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২.৪১ মিনিটে শুরু হবে এবং ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২.০৯ মিনিটে শেষ হবে। সরস্বতী পুজোর শুভ সময় সকাল ০৭.০১ মিনিটে থেকে দুপুর ১২.৩৫ মিনিট পর্যন্ত
3 / 8
পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। সরস্বতীর প্রিয় ভোগ থেকে শুরু করে পুজোর বাসন পরিষ্কার, রইল কিছু টিপস। পুজোর সময়ই বাসন নামে তাই বাস ধুয়ে নিন এই ভাবে
4 / 8
এই পদ্ধতিতে কাঁসার বাসন পরিষ্কার করতে হবে। প্রথমে জল ফুটিয়ে নিতে হবে। এর পরে তার মধ্যে তেঁতুলের ক্বাথ যোগ করতে হবে। সেই সঙ্গে দিতে হবে অল্প একটু ভিনিগারও। তেলচিটে বাসনপত্র একটি কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর তা ফুটন্ত জলে ডুবিয়ে রাখুন
5 / 8
এর পরেও যদি কাঁসার বাসনের তৈলাক্ত ভাব পরিষ্কার না হয়, তা-হলে একটি মাইল্ড ডিশ ওয়াশ ব্যবহার করে তা ধুয়ে নিতে হবে। ধোওয়া হয়ে গেলে একটা পরিষ্কার নরম কাপড় দিয়ে তা শুকনো করে মুছে নিতে হবে। শুধু বাসনই নয়, এই পদ্ধতিতে প্রদীপও পরিষ্কার করা যাবে
6 / 8
পিতের বাসন পরিষ্কার করার সহজ মাধ্যম হল সাবান আর গরম জল। এতে সেই সামগ্রীর জৌলুষও বজায় থাকে। এর জন্য ব্যবহার করতে হবে লিক্যুইড ডিশওয়াশার। নরম স্পঞ্জ অথবা কাপড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়া যায়। এর পর উষ্ণ জলে বাসন ধুয়ে নিতে হবে
7 / 8
সরস্বতী পুজোয় বেসনের লাড্ডু অবশ্যই রাখবেন। ভোগে দিতে পারেন জাফরান রাইস। দাফরানের হালুয়া, বোঁদেএসব নিবেদন করুন। শাস্ত্র মতে দেবী সরস্বতীকে হলুদ কোনও প্রসাদ অবশ্যই নিবেদন করতে হবে। হলুদ রাজভোগ নিবেদন করলে সমৃদ্ধির শুভ সূচনা হয়
8 / 8
পুজোর আগেই এখন বাজার ছেয়ে গিয়েছে নানা রকমের টোপা কুল ও নারকেলি কুলে। কিন্তু সেদিকে তাকিয়ে থাকা ছাড়া আপাতত সরস্বতী পুজোর আগে আর কিছু করার নেই। প্রচলিত আছে কুল খেলে দেবী রাগ করেন। গাছের প্রথম ফল আমরা কারোর উদ্দেশ্যে নিবেদন করে তবেই খান। কুলের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য