গরম যে ভাবে পড়েছে তাতে ত্বকের অবস্থাও দফারফা। রোদে বেরোলেই ত্বক যেন জ্বলে যাচ্ছে।
যতই মুখে সানস্কিন মেখে বেরনো হোক না কেন তবুও একটা জ্বালা পোড়া ভাব থেকেই যাচ্ছে। এছাড়াও অনেকের অ্যালার্জির সমস্যাও হচ্ছে।
এক্ষেত্রে কাজে আসে শসার জেল। শসার রস খুব ভাল ট্যান তুলতে পারে। তবে রোজ রোজ বাড়িতে এই এই প্যাক তৈরি সম্ভব নয়।
সেক্ষেত্রে শসার জেল কিনেই কাজ চালান। শসার জেল ত্বককে প্রচুর পরিমাণ পুষ্টি দেয়। সেই সঙ্গে মুখের আর্দ্রতা বজায় রাখে।
গরমে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রেও সমস্যা হয়। আর মুখের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে শসার জেল
সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকেও রক্ষা করে শসা। এমনকী ঠোঁটে লাগালে ঠোঁট কালো হবে না।
গরমের ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে শসার জেল। অ্যালোভেরার থেকে অনেক ভাল কাজ করে। মুখের কালো দাগ তুলতেও কাজে আসে।
শসার জেল ব্যবহার করতে পারেন চুলেও। কন্ডিশনার হিসেবে খুব ভাল কাজ করে। ছেলে-মেয়ে উভয়েই ব্যবহার করতে পারেন। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।