Benefits of Vitamin E Oil: ত্বকে দাগ-ছোপ রয়েছে? সমস্য়া থেকে মুক্তি পেতে অবশ্য়ই লাগান এই বিশেষ তেল

Vitamin E Oil: ভিটামিন E অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে যেকোনও প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করে।

| Edited By: | Updated on: Apr 07, 2023 | 12:35 PM
সুন্দর, সতেজ, টানটান ত্বক পেতে কে না চায়। তবে তা পাওয়ার জন্য় আপনাকেও তো কিছু রূপচর্চা করতে হবে।

সুন্দর, সতেজ, টানটান ত্বক পেতে কে না চায়। তবে তা পাওয়ার জন্য় আপনাকেও তো কিছু রূপচর্চা করতে হবে।

1 / 9
অনেক ফেস ক্রিম, সিরাম তো ব্যবহার করলেন। এবার ভিটামিন E অয়েল ব্যবহার করে দেখুন। ফল নিজের চোখেই দেখতে পাবেন। কী গুণ রয়েছে এই বিশেষ তেলে? আসুন জেনেনি...

অনেক ফেস ক্রিম, সিরাম তো ব্যবহার করলেন। এবার ভিটামিন E অয়েল ব্যবহার করে দেখুন। ফল নিজের চোখেই দেখতে পাবেন। কী গুণ রয়েছে এই বিশেষ তেলে? আসুন জেনেনি...

2 / 9
ভিটামিন E অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে যেকোনও প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করে। ত্বকে এমন কিছু মলিকিউলস থাকে যার জন্য বলিরেখা দেখা দেয়। এই ভিটামিন,এই ধরণের বলিরেখা আটকায়।

ভিটামিন E অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে যেকোনও প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করে। ত্বকে এমন কিছু মলিকিউলস থাকে যার জন্য বলিরেখা দেখা দেয়। এই ভিটামিন,এই ধরণের বলিরেখা আটকায়।

3 / 9
ত্বকে শুষ্কতা একটি সাধারণ সমস্য়া। সারাবছর ত্বক শুষ্ক থাকলে বিপদ। ত্বকে আর্দ্রতা ফেরাতে নিয়মিত ব্য়বহার করুন ভিটামিন E অয়েল। এতে ত্বক চকচকে ও সুন্দর হয়। এবং ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

ত্বকে শুষ্কতা একটি সাধারণ সমস্য়া। সারাবছর ত্বক শুষ্ক থাকলে বিপদ। ত্বকে আর্দ্রতা ফেরাতে নিয়মিত ব্য়বহার করুন ভিটামিন E অয়েল। এতে ত্বক চকচকে ও সুন্দর হয়। এবং ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

4 / 9
আপনার ত্বকে যদি লাল হয়ে যাওয়া কিংবা চুলকানির সমস্যা থাকে তবে নিয়মিত এই তেল ব্য়বহার করুন। এতে এই সমস্যা দূর হবে।

আপনার ত্বকে যদি লাল হয়ে যাওয়া কিংবা চুলকানির সমস্যা থাকে তবে নিয়মিত এই তেল ব্য়বহার করুন। এতে এই সমস্যা দূর হবে।

5 / 9
ত্বকে দাগ-ছোপ রয়েছে? তবে অবশ্যই ভিটামিন E তেল লাগান। এই তেল ত্বকের সবরকম দাগ-ছোপ মেটাতে সাহায্য করে।

ত্বকে দাগ-ছোপ রয়েছে? তবে অবশ্যই ভিটামিন E তেল লাগান। এই তেল ত্বকের সবরকম দাগ-ছোপ মেটাতে সাহায্য করে।

6 / 9
সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে এই বিশেষ তেল। বাইরে বের হওয়ার আগে,সান স্ক্রিনের সঙ্গে এই অয়েল ব্যবহার করুন।

সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে এই বিশেষ তেল। বাইরে বের হওয়ার আগে,সান স্ক্রিনের সঙ্গে এই অয়েল ব্যবহার করুন।

7 / 9
এবার আসা যাক কী ভাবে ব্যবহার করবেন এই তেল? প্রথমেই ভাল করে মুখ পরিস্কার করে নিন। একটি ভিটামিন E ক্য়াপসুল কে কেটে গোটা মুখে লাগিয়ে নিন।

এবার আসা যাক কী ভাবে ব্যবহার করবেন এই তেল? প্রথমেই ভাল করে মুখ পরিস্কার করে নিন। একটি ভিটামিন E ক্য়াপসুল কে কেটে গোটা মুখে লাগিয়ে নিন।

8 / 9
এবার আসা যাক কী ভাবে ব্যবহার করবেন এই তেল? প্রথমেই ভাল করে মুখ পরিস্কার করে নিন। একটি ভিটামিন E ক্য়াপসুল কে কেটে গোটা মুখে লাগিয়ে নিন।

এবার আসা যাক কী ভাবে ব্যবহার করবেন এই তেল? প্রথমেই ভাল করে মুখ পরিস্কার করে নিন। একটি ভিটামিন E ক্য়াপসুল কে কেটে গোটা মুখে লাগিয়ে নিন।

9 / 9
Follow Us: