রথের মেলা মানেই জিবে গজা আর পাঁপড় ভাজা মাস্ট। কিছু জায়গায় অবশ্য খাজাও থাকে। যদিও এখন এই রযের মেলা আর প্রায় হয় না বললেই চলে। তবুও রথের মেলা হবে আর গজা খাওয়া হবে না তা তো আর হয় না।
যাঁদের রথের মেলায় গিয়ে জগন্নাথের প্রিয় এই খাজা খাওয়ার সুযোগ নেই তাঁরা বাড়িতেই বানিয়েনিন এই গজা। খেতে ভাল তো লাগবেই তার আগে কিন্তু জগন্নাথকে নিবেদন করতে ভুলবেন না।
জিভে গজা বানানোর জন্য দেড় কাপ ময়দা আর সামান্য লবন নিয়ে মিশিয়ে নিতে হবে। এবার ময়ানের জন্য ৩ চামচ ঘি মিশিয়ে দিন। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দার ডো মেখে নিন
খুব বেশি জল এক্ষেত্রে লাগে না। হাফ কাপের থেকে কম জল হলেও হবে। এবার এর থেকে লুচির থেকেও ছোট সাইজের লেচি কেটে নিন। এবার তা ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দিন।
এককাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে সিরা বানিয়ে নিন। সামান্য এলাচ গুঁড়োও অবশ্য দেবেন।
এবার লম্বা করে জিভে গজার আকারে বেলে নিতে হবে। এরপর পিন দিয়ে ছোট ছোট ফুটো করে দিন। এর ফলে গজা ফুলবে না। গজা একটু মোচা করেই বেলবেন।
৬-৭ টা গজা বেলে নিয়ে সাদা তেলে ডুবো করো ভেজে নিন। গজা একদম খয়েরী করে ভেজে নিতে হবে। ৩-৪ মিনিট গজা থালায় রেখে ঠান্ডা করে তারপর গ্যাস অন করে চিনির সিরার মধ্যে ডুবিয়ে নিন।
১ থেকে দেড় মিনিট রেখেই তুলে নিন। এরপর তা ঠান্ডা হতে দিন। এতে চিনি সাদা হয়ে গজায় গায়ে লেগে যাবে। এই জিবে গজা ৬ মাস পর্যন্ত স্টোর করে রাখা যাবে।