Offbeat Beaches: দিঘা-মন্দারমণি ছেড়ে লং উইকএন্ডে ঘুরে আসুন এই ৫ নির্জন সৈকতে

Sea Beach: বাঙালির কাছে সমুদ্র সৈকত বলতেই চোখের সামনে ভেসে ওঠে দিঘা, পুরী। আজকাল এই তালিকায় যোগ হয়েছে মন্দারমণি, তাজপুরও। তবে, এসব জায়গাও অনেকের কাছে একটু পুরনো হয়ে গিয়েছে। লং ড্রাইভ ভালবাসলে আর নির্জন সৈকত ভালবাসলে দিঘা, মন্দারমণি, তাজপুর ছেড়ে একটু অন্য জায়গা ঘুরে আসুন।

| Updated on: Aug 06, 2024 | 12:02 PM
সামনেই লং উইকএন্ড। ১৫ অগস্ট বৃহস্পতিবার। শুধু ১৬ অগস্টের ছুটিটা অফিসে ম্যানেজ করতে হবে। তারপর ১৯ অগস্টের পর্যন্ত ছুটি। এই সুযোগে সমুদ্রতটে ঘুরে আসবেন নাকি?

সামনেই লং উইকএন্ড। ১৫ অগস্ট বৃহস্পতিবার। শুধু ১৬ অগস্টের ছুটিটা অফিসে ম্যানেজ করতে হবে। তারপর ১৯ অগস্টের পর্যন্ত ছুটি। এই সুযোগে সমুদ্রতটে ঘুরে আসবেন নাকি?

1 / 8
বাঙালির কাছে সমুদ্র সৈকত বলতেই চোখের সামনে ভেসে ওঠে দিঘা, পুরী। আজকাল এই তালিকায় যোগ হয়েছে মন্দারমণি, তাজপুরও। তবে, এসব জায়গাও অনেকের কাছে একটু পুরনো হয়ে গিয়েছে।

বাঙালির কাছে সমুদ্র সৈকত বলতেই চোখের সামনে ভেসে ওঠে দিঘা, পুরী। আজকাল এই তালিকায় যোগ হয়েছে মন্দারমণি, তাজপুরও। তবে, এসব জায়গাও অনেকের কাছে একটু পুরনো হয়ে গিয়েছে।

2 / 8
লং ড্রাইভ ভালবাসলে আর নির্জন সৈকত ভালবাসলে দিঘা, মন্দারমণি, তাজপুর ছেড়ে একটু অন্য জায়গা ঘুরে আসুন। কলকাতার খুব কাছেই রয়েছে ৫ সমুদ্র সৈকত, এই লং উইকএন্ডে যেতে পারেন সেখানে।

লং ড্রাইভ ভালবাসলে আর নির্জন সৈকত ভালবাসলে দিঘা, মন্দারমণি, তাজপুর ছেড়ে একটু অন্য জায়গা ঘুরে আসুন। কলকাতার খুব কাছেই রয়েছে ৫ সমুদ্র সৈকত, এই লং উইকএন্ডে যেতে পারেন সেখানে।

3 / 8
কাঁথি থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরত্বে রয়েছে বগুরান জলপাই। শান্ত ও নির্জন সমুদ্র সৈকত। রয়েছে ঘন ঝাউবন। দেখা মেলে লাল কাঁকড়ারও। প্রিয় মানুষের সঙ্গে লং উইকএন্ড কাটাতে যেতে পারেন বগুরান জলপাই।

কাঁথি থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরত্বে রয়েছে বগুরান জলপাই। শান্ত ও নির্জন সমুদ্র সৈকত। রয়েছে ঘন ঝাউবন। দেখা মেলে লাল কাঁকড়ারও। প্রিয় মানুষের সঙ্গে লং উইকএন্ড কাটাতে যেতে পারেন বগুরান জলপাই।

4 / 8
মন্দারমণি থেকে কিছুটা দূরেই রয়েছে দক্ষিণ পুরুষোত্তমপুর। এই সমুদ্র সৈকতে মন্দারমণির থেকেও পর্যটকদের সংখ্যা কম। এখানেও আপনি প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন। পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে যেতে পারেন দক্ষিণ পুরুষোত্তমপুর।

মন্দারমণি থেকে কিছুটা দূরেই রয়েছে দক্ষিণ পুরুষোত্তমপুর। এই সমুদ্র সৈকতে মন্দারমণির থেকেও পর্যটকদের সংখ্যা কম। এখানেও আপনি প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন। পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে যেতে পারেন দক্ষিণ পুরুষোত্তমপুর।

5 / 8
পুরী ওভাররেটেড। ওড়িশার বাগদা কিংবা ডুবলাগড়ি যেতে পারেন। বালাসোর স্টেশন থেকে খুব কাছেই অবস্থিত এই সমুদ্র সৈকত। চাইলে কলকাতা থেকেও গাড়ি নিয়ে যেতে পারেন ডুবলাগড়ি। সমুদ্রের কাছাকাছি মাটির তৈরি রিসর্ট‌ থাকার সুযোগ রয়েছে এখানে।

পুরী ওভাররেটেড। ওড়িশার বাগদা কিংবা ডুবলাগড়ি যেতে পারেন। বালাসোর স্টেশন থেকে খুব কাছেই অবস্থিত এই সমুদ্র সৈকত। চাইলে কলকাতা থেকেও গাড়ি নিয়ে যেতে পারেন ডুবলাগড়ি। সমুদ্রের কাছাকাছি মাটির তৈরি রিসর্ট‌ থাকার সুযোগ রয়েছে এখানে।

6 / 8
ওড়িশায় রয়েছে আরও একটি সমুদ্র সৈকত যমুনাসুল। বাস্তা স্টেশন থেকে ৩১ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই যমুনাসুল। শান্ত, নিরিবিলি সমুদ্র সৈকত। মানুষের কোলাহল বিন্দুমাত্র নেই। 

ওড়িশায় রয়েছে আরও একটি সমুদ্র সৈকত যমুনাসুল। বাস্তা স্টেশন থেকে ৩১ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই যমুনাসুল। শান্ত, নিরিবিলি সমুদ্র সৈকত। মানুষের কোলাহল বিন্দুমাত্র নেই। 

7 / 8
নামখানার খুব কাছেই অবস্থিত লালগঞ্জ। সমুদ্র সৈকতে তাঁবুতে থাকার ইচ্ছে হলে লালগঞ্জকে বেছে নিতে পারেন। কলকাতা থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত লালগঞ্জ সমুদ্র সৈকত। 

নামখানার খুব কাছেই অবস্থিত লালগঞ্জ। সমুদ্র সৈকতে তাঁবুতে থাকার ইচ্ছে হলে লালগঞ্জকে বেছে নিতে পারেন। কলকাতা থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত লালগঞ্জ সমুদ্র সৈকত। 

8 / 8
Follow Us: