চোখের দু’পাশে বলিরেখা? ট্রিটমেন্টের খরচ ছেড়ে বাড়িতেই কাজে লাগান এই উপায়
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Feb 27, 2024 | 4:00 PM
Wrinkles Remover Tips: শুধু বয়স বাড়লেই নয়। দুশ্চিন্তা, পর্যাপ্ত বিশ্রামের অভাব, অনিদ্রাতেও হতে পারে বলিরেখা। স্যালোঁতে ট্রিটমেন্টের খরচ বেড়ে যায়। বিশেষ করে চোখ, ঠোঁট এবং কপালের ভাজে বলিরেখা আরও স্পষ্ট হয়ে ওঠে। এবং আপনার সৌন্দর্য্য ব্যাকফুটে আর দ্রুত বয়স বাড়ার ছাপ ধরা পড়ে আপনার চেহারায়। কিন্তু এ থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
1 / 8
বয়স বেড়ে চলেছে। আর সেই সঙ্গে আপনার সঙ্গী হচ্ছে বলিরেখা। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর উৎপত্তি ঘটে, তা জানেন কি? আসলে বয়স বাড়ে আর আপনার কোষের কার্যক্ষমতা কমে আসে।
2 / 8
কারণ এনজাইম কাজ করা বন্ধ করে দেয়। তবে শুধু বয়স বাড়লেই নয়। দুশ্চিন্তা, পর্যাপ্ত বিশ্রামের অভাব, অনিদ্রাতেও হতে পারে বলিরেখা। স্যালোঁতে ট্রিটমেন্টের খরচ বেড়ে যায়।
3 / 8
বিশেষ করে চোখ, ঠোঁট এবং কপালের ভাজে বলিরেখা আরও স্পষ্ট হয়ে ওঠে। এবং আপনার সৌন্দর্য্য ব্যাকফুটে আর দ্রুত বয়স বাড়ার ছাপ ধরা পড়ে আপনার চেহারায়। কিন্তু এ থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
4 / 8
না, পার্লারে গিয়ে টাকা খরচ করতে হবে না। আপনি ঘরোয়া উপায়েই বলিরেখা তাড়াতে পারবেন। তার জন্য ব্যবহার করতে পারেন গ্রিন টি। এটি শুধু বলিরেখা কমাতে নয়, বাড়তি মেদ দূর করতেও গ্রিন টি নিয়মিত খেতে পারেন।
5 / 8
দিনে অন্তত দুই থেকে তিনবার এক কাপ গ্রিন টি খান। শরীর ডিহাইড্রেট হবে এবং ত্বকের ট্ক্সিসিটিও কমবে। প্রয়োজনে গ্রিন টি ব্যাগটি চোখের চারিদিকে কিছুক্ষণের জন্য লাগাতে পারেন। এতেও উপকার পাবেন।
6 / 8
বলিরেখা দূর করতে শশার প্যাকের জুরি মেলা ভার। কারণ শসাতে রয়েছে সিলিকা নামক এক উপাদান, ত্বকের চামড়া ঝুলে যাওয়া রোধ করে।
7 / 8
এর জন্য ৩ বড় চামচ শসার পেস্ট, ১ বড় চামচ ডিমের সাদা অংশ, ২ বড় চামচ লেবুর রস, ২ বড় চামচ পুদিনা পাতার রস, এবং পর্যাপ্ত পরিমাণে আপেলের পেস্ট দিয়ে একটি প্যাক তৈরি করুন। সারা মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন মুখ।
8 / 8
বেদানায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। শিথিলতা কাটিয়ে, টানটান রাখতে সাহায্য করবে বেদানা এবং তার রস। ত্বকের জৌলুস ধরে রাখতে সাহায্য করে। এছাড়া ত্বক আরও উজ্জ্বল করতে সাহায্য করে এই ফল।