গরম বলে কী জীবন থেমে যাবে! রোজকার বেরোনো,অফিস-কাছারি-পার্টি-সার্টি সবই তো যেমনকার তেমন লেগেই রয়েছে।
আর গরমের দিনে সুতির ঢিলেঢালা পোশাক ছাড়া তেমন কিছু পরতে ইচ্ছে করে না। তেমনই পরাটাও ঠিক নয়।
এদিকে গরমের দিনে অনুষ্ঠান বাড়িও থেমে নেই। এদিক-ওদিন নিমন্ত্রণ লেগেই রয়েছে। কোনও দিন অফিসের পর আবার কোনও দিন ছুটির পর এদিক এদিক যেতে হচ্ছে।
এই গরমের সবচাইতে কুল রং হল সাদা। আর সাদা রঙে বেশ ফ্যাশনেবল দেখতে লাগে। সাদা শাড়ি, সাদা ব্লাউজ কিংবা সাদা কোনও ড্রেসের আভিজাত্যই আলাদা।
মানুষ এখন ভীষণ ট্রেন্ডি। আর সেই ট্রেন্ড মেনেই দোকানে এসেছে নতুন সব সামার কালেকশন। সেই তালিকায় কী নেই। অনলাইন-অফলাইন সব স্টোরেই পাওয়া যাচ্ছে সেই সব পোশাক।
কলকাতার দিজাইনার স্রোতস্বিনীও এই গরমে বিশেষ কিছু পোশাক বানিয়েছেন। সেই ৭০ এর ফ্যাশন অবলম্বনে তাঁর সম্ভার সাজিয়েছেন। লুস ফিট এখন ট্রেন্ড।
গরমের দিনে এমন ক্যাজুয়াল ট্রেন্ডি লুক আসে এমন পোশাকেই। এমন সব পোশাকের সঙ্গে গয়নারও বিশেষ কোনও ঝক্কি নেই। গায়ে জামা আর পায়ে স্লিপার গলিয়ে নিলেই চলবে।
স্রোতস্বিনীর যাবতীয় পোশাক পেয়ে যাবেন স্টোর নং-৬ এ। বুটিকের বয়েস বেশি নয়। তবে শহরের এই বুটিক এর মধ্যেই অনেকের নজর কেড়ে নিয়েছেন।