শীতকালে মুখে বেসন মাখলেই ত্বকে শুকিয়ে যায়? যা করবেন…
megha |
Feb 04, 2024 | 1:25 PM
Besan Face Pack for Winters: মুখ থেকে ময়লা-তেল দূর করতে বেসন দুর্দান্ত কাজ করে। বেসন ত্বককে এক্সফোলিয়েট করে, ট্যান দূর করে এবং ত্বকের সমস্যা দূর করে। কিন্তু শীতকালে অনেকেই বেসন ব্যবহার করতে চান না। তাঁদের বক্তব্য, শীতে বেসন ব্যবহার করলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়।
1 / 8
ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার প্রসঙ্গ এলে সর্বপ্রথম বেসনকে বেছে নেওয়া হয়। ত্বককে পরিষ্কার করতে, মুখ থেকে ময়লা-তেল দূর করতে বেসন দুর্দান্ত কাজ করে।
2 / 8
বেসন ত্বককে এক্সফোলিয়েট করে, ট্যান দূর করে এবং ত্বকের সমস্যা দূর করে। কিন্তু শীতকালে অনেকেই বেসন ব্যবহার করতে চান না। তাঁদের বক্তব্য, শীতে বেসন ব্যবহার করলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়।
3 / 8
বেসন ত্বকের জন্য উপকারী ঠিকই, কিন্তু শীতকালের জন্য উপযুক্ত নয়। শুষ্ক ত্বকে বেসন ব্যবহার না করাই ভাল। তাছাড়া শীতে বেসন ব্যবহারের নিয়ম রয়েছে। সেগুলো কী-কী দেখে নিন।
4 / 8
শীতকালে বেসনের সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করবেন না। এতে ত্বক আরও শুষ্ক হয়ে যাবে। পাশাপাশি ত্বকে চুলকানি ও র্যাশের সমস্যা বাড়িয়ে তোলে। যেমন বেসনের সঙ্গে এমন কোনও উপাদান মেশানো যাবে না, যা ত্বককে আরও শুষ্ক করে দেয়।
5 / 8
শীতকালে বেসনের ফেসপ্যাক মেখে দীর্ঘক্ষণ বসে থাকবেন না। বেসনের ফেসপ্যাক মাখার পর ১০ মিনিট অপেক্ষা করুন। এর চেয়ে বেশি সময় ফেসপ্যাক মেখে বসে থাকলে ত্বক শুষ্কভাব বাড়বে এবং নানা সমস্যা দেখা দেবে।
6 / 8
শীতকালে বেসনের সঙ্গে মধু ও গোলাপ জল মিশিয়ে ব্যবহার করুন। এই ফেসপ্যাক আপনি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন। বেসন ও মধুর ফেসপ্যাক ত্বককে ময়েশ্চারাইজড রাখে এবং নরম করে তোলে।
7 / 8
মধুর বদলে টক দইয়ের বেসন মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে এক চিমটে হলুদ মিশিয়ে নিতে পারেন। এই ফেসপ্যাক ত্বকের সমস্যা কমানোর পাশাপাশি আর্দ্রতা বজায় রাখবে।
8 / 8
বেসনের সঙ্গে আমন্ডের তেল মিশিয়ে মুখে মাখতে পারেন। এভাবে বেসনের ফেসপ্যাক ব্যবহার করলে আপনার ত্বক শুষ্ক হবে না। পাশাপাশি ত্বক পরিষ্কার হয়ে যাবে।