তেলচিটে হয়ে গিয়েছে রোজকার ব্যবহারের গ্যাস বার্নার? চকচকে করবেন যে ভাবে

Gas Burner Cleaning Tips: গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন বার্নারগুলো। তারপর মাইক্রো ফাইবার কাপড় দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এ ছাড়া লেবুর খোসা ও লবণ দিয়েও পরিষ্কার করতে পারেন গ্যাস বার্নার। এক টুকরো লেবু লবণে ডুবিয়ে তা দিয়ে বার্নারগুলো ঘষে নিন। দেখবেন নতুনের মতো ঝকঝক করছে।

| Updated on: Jan 22, 2024 | 1:37 PM
যাকে ছাড়া অচল রান্নাঘর তা হল গ্যাস ওভেন। আর রোজ ব্যবহারের ফলে নোংরা তেলচিটে হয়ে যায় গ্যাস বার্নার। অনেকের কাছেই রোজ গ্যাস বার্নার পরিষ্কার করা ঝক্কির কাজ। (ছবি:Pinterest)

যাকে ছাড়া অচল রান্নাঘর তা হল গ্যাস ওভেন। আর রোজ ব্যবহারের ফলে নোংরা তেলচিটে হয়ে যায় গ্যাস বার্নার। অনেকের কাছেই রোজ গ্যাস বার্নার পরিষ্কার করা ঝক্কির কাজ। (ছবি:Pinterest)

1 / 8
তবে সঠিক উপায় জানলে সহজেই পরিষ্কার হয়ে যায় গ্যাস বার্নার। এই টিপস মেনে গ্যাস বার্নার, স্টোভ সব পরিষ্কার করে ফেলতে পারবেন আপনি। জেনে নিন কী করতে হবে তার জন্য। (ছবি:Pinterest)

তবে সঠিক উপায় জানলে সহজেই পরিষ্কার হয়ে যায় গ্যাস বার্নার। এই টিপস মেনে গ্যাস বার্নার, স্টোভ সব পরিষ্কার করে ফেলতে পারবেন আপনি। জেনে নিন কী করতে হবে তার জন্য। (ছবি:Pinterest)

2 / 8
প্রথমেই গ্যাস বন্ধ করে নিন। এরপর বার্নারের ছিদ্রে জমা ময়লা অপসারণের চেষ্টা করুন। ব্রাশ দিয়ে ঘষে নিতে পারেন। (ছবি:Pinterest)

প্রথমেই গ্যাস বন্ধ করে নিন। এরপর বার্নারের ছিদ্রে জমা ময়লা অপসারণের চেষ্টা করুন। ব্রাশ দিয়ে ঘষে নিতে পারেন। (ছবি:Pinterest)

3 / 8
নইলে কাঠি দিয়েও ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার করে নিন। এরপর একটি গামলায় সোডা জল করে নিন। বাড়িতে থাকা ফ্রুট সল্ট ও ব্যবহার করতে পারেন। (ছবি:Pinterest)

নইলে কাঠি দিয়েও ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার করে নিন। এরপর একটি গামলায় সোডা জল করে নিন। বাড়িতে থাকা ফ্রুট সল্ট ও ব্যবহার করতে পারেন। (ছবি:Pinterest)

4 / 8
এ বার এই মিশ্রণে বার্নার কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তাকপর শক্ত ব্রাশের সাহায্যে বার্নারগুলো ঘষে নিন। খেয়াল রাখবেন অবশ্যই গরম জল ব্যবহার করতে পারেন। (ছবি:Pinterest)

এ বার এই মিশ্রণে বার্নার কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তাকপর শক্ত ব্রাশের সাহায্যে বার্নারগুলো ঘষে নিন। খেয়াল রাখবেন অবশ্যই গরম জল ব্যবহার করতে পারেন। (ছবি:Pinterest)

5 / 8
গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন বার্নারগুলো। তারপর মাইক্রো ফাইবার কাপড় দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে। (ছবি:Pinterest)

গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন বার্নারগুলো। তারপর মাইক্রো ফাইবার কাপড় দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে। (ছবি:Pinterest)

6 / 8
এ ছাড়া লেবুর খোসা ও লবণ দিয়েও পরিষ্কার করতে পারেন গ্যাস বার্নার। এক টুকরো লেবু লবণে ডুবিয়ে তা দিয়ে বার্নারগুলো ঘষে নিন। দেখবেন নতুনের মতো ঝকঝক করছে। (ছবি:Pinterest)

এ ছাড়া লেবুর খোসা ও লবণ দিয়েও পরিষ্কার করতে পারেন গ্যাস বার্নার। এক টুকরো লেবু লবণে ডুবিয়ে তা দিয়ে বার্নারগুলো ঘষে নিন। দেখবেন নতুনের মতো ঝকঝক করছে। (ছবি:Pinterest)

7 / 8
এর পাশাপাশি বাজার চলতি লিকুইড ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলেও কাজ হবে। এর জন্য একটি স্ক্রাবাবে তরল ডিটারজেন্ট নিয়ে বার্নারগুলো ঘষে নিলেই হবে। (ছবি:Pinterest)

এর পাশাপাশি বাজার চলতি লিকুইড ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলেও কাজ হবে। এর জন্য একটি স্ক্রাবাবে তরল ডিটারজেন্ট নিয়ে বার্নারগুলো ঘষে নিলেই হবে। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: